অটো উল্টে প্রৌঢ়ার মৃত্যু

তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে অটো উল্টে মৃত্যু হল বিহারের পাটনা নিবাসী এক প্রৌঢ়ার। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে ঊর্মিলা দেবী নামে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:২০
Share:

তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে অটো উল্টে মৃত্যু হল বিহারের পাটনা নিবাসী এক প্রৌঢ়ার। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে ঊর্মিলা দেবী নামে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

Advertisement

দুর্ঘটনায় আরো ছ’জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। আহতরা প্রত্যেকেই রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকেই বিহারের পাটনা হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নটা নাগাদ রামপুরহাট–সাঁইথিয়া রাস্তার উপর রামপুরহাট থানার কৌর মোড়ের কাছে তিন জন শিশু-সহ তের জন যাত্রী বোঝাই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার পর অটো চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে অটোটি উদ্ধার করে। রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন বিহারের পাটনা হাসপাতাল পাড়ার বাসিন্দা রাজারাম চৌধুরী বলেন, ‘‘দেওঘরে বাবাধাম দর্শন করে মঙ্গলবার সন্ধ্যায় তারাপীঠ দর্শনের জন্য আসি। সন্ধ্যায় মা তারা দর্শনের পর আরতি দেখে তারাপীঠে থেকে অটোতে রামপুরহাট ফিরছিলাম। পথে তারাপীঠ ঢোকার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল।’’ তাঁর অভিযোগ, চালককে বার বার নিষেধ করা সত্ত্বেও অটো দ্রুত গতিতে চালিয়ে নিয়ে আসছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement