রোগীর মৃত্যু, ভাঙচুর হল হাসপাতালে

বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগের জেরে বোলপুর মহকুমা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযুক্ত রোগীর আত্মীয়, বন্ধুরা। বুধবার রাতে ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০২
Share:

প্রহরা: ঝামেলার পর মহকুমা হাসপাতালে নিরাপত্তাবাহিনী। নিজস্ব চিত্র

বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগের জেরে বোলপুর মহকুমা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযুক্ত রোগীর আত্মীয়, বন্ধুরা। বুধবার রাতে ঘটনাটি ঘটে।

Advertisement

মৃতের পরিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে শেখ রাহুলের শ্বাসকষ্ট শুরু হয়। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসাও। কিন্তু সন্ধে ৭টার পরে রাহুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অভিযোগ, বারবার ডাকা হলেও কোনও চিকিৎসক বা নার্স আসেননি। নার্সরা বলেছেন— ‘ডাক্তারবাবু আসুক, তারপর যা করার করা হবে।’ রাহুলের পরিজনরা জানান, পরে চিকিৎসক এসে তাকে মৃত বলে ঘোষণা করে।

অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে মহকুমা হাসপাতালের তিনতলার পুরুষ বিভাগে ভাঙচুর চালান মৃতের বাড়ির লোকজন। শেখ রাহুলের মা মুন্নি বেগম বলেন, ‘‘চিকিৎসার গাফিলতিতেই আমার ছেলে মারা গিয়েছে। এক বার কেউ যদি একটু দেখত, তা হলে এমন হত না।’’ চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন হাসপাতালে থাকা অন্য রোগীর পরিজনেরাও। তাঁদের কথায়, ‘‘এত বড় হাসপাতালই শুধু রয়েছে। কাজের সময় ডাক্তার, নার্স কাউকে পাওয়া যায় না।’’ নার্সদের ব্যবহারেও অসন্তোষ প্রকাশ করেন অনেকে।

Advertisement

বোলপুর মহকুমা হাসপাতালের সুপার অমিত মজুমদার জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

বুধবার রাতে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। সঙ্গে ছিল র‌্যাফ-ও। পরিস্থিতি নিয়ন্ত্রণে করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন