এগিয়ে এল শিল্পাঞ্চলও

নেশামুক্ত এলাকা গড়তে একজোট হলেন মহম্মদবাজার পাথর শিল্পাঞ্চলের বাসিন্দারা। রবিবার বিকেলে ভাঁড়কাটা, আলিনগর, কাপাসডাঙা এবং সোতসাল এলাকায় মাদকবিরোধী মিছিল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০১:০৫
Share:

নেশামুক্ত এলাকা গড়তে একজোট হলেন মহম্মদবাজার পাথর শিল্পাঞ্চলের বাসিন্দারা। রবিবার বিকেলে ভাঁড়কাটা, আলিনগর, কাপাসডাঙা এবং সোতসাল এলাকায় মাদকবিরোধী মিছিল হয়। পরে ভাঁড়কাটায় সভাও করা হয়। মিছিলে পা মেলান পাথর ব্যবসায়ী নাজির হোসেন মল্লিক, উপপ্রধান ইউসুফ শেখ প্রমুখ। নেশা নিয়ে পাথর শিল্পাঞ্চলের সমস্যা দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেশি মদ, চোলাই, গাঁজা তো রয়েছেই, ব্রাউন সুগার, ঘুমের ওষুধ-সহ বিভিন্ন ড্রাগের রমরমা কারবার চলে শিল্পাঞ্চলে। শ্রমিকদের অনেকেই নিয়মিত নেশা করায় শারীরিক ক্ষতির পাশাপাশি পারিবারিক জীবনও বিপর্যস্ত হয়। পুলিশের দাবি, খবর পেলেই অভিযান করা হয়। বিক্রি এখন কমেছে। তার পরেও মাদক সেবনের প্রবণতায় রাশ টানা যায়নি বলে দাবি এলাকাবাসীর। পাথর ব্যবসায়ী সাধন শেখের দাবি, সম্প্রতি অতিরিক্ত নেশার কারণে মৃত্যু হয়ছে হিলাল শেখ নামে ভাঁড়কাটার এক দিনমজুরের। দিন চারেক আগে পুলিশ কাপাসডাঙা থেকে নেশাগ্রস্ত দুই যুবককে ধরেওছে। নাজির হোসেন জানান, এই ধরনের ঘটনা জারি থাকায় গত বৃহস্পতিবার এলাকাবাসীকে নিয়ে একটি বৈঠক করা হয়। তার পরেই পথে নামেন তাঁরা। এ দিন মিছিলের পরে ভাঁড়কাটার প্রধান এবং উপ-প্রধান বলেন, ‘‘পঞ্চায়েত মাদক বিরোধী আন্দোলনে এলাকার মানুষের পাশে থাকবে।’’ জেলা আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট তপনকুমার রায়ও বলেন, ‘‘আমরা নিয়মিত তল্লাশি করি। তবে মাদক বন্ধে এলাকার মানুষ এগিয়ে এলে খুবই ভাল হয়। দফতর তাঁদের পাশে থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement