অপহরণের নালিশ, ধৃত যুবক সহ পাঁচ

এক কিশোরীকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে এক যুবক, তাঁর বাবা-সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হল ওই কিশোরীকে। পাত্রসায়র থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, কিশোরীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে বিজয় বাউরি নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাত্রসায়র শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০০:৪৯
Share:

এক কিশোরীকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে এক যুবক, তাঁর বাবা-সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হল ওই কিশোরীকে। পাত্রসায়র থানা এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, কিশোরীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে বিজয় বাউরি নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই কাজে সাহায্য করার অভিযোগে বিজয়ের বাবা ভাগ্য বাউরি এবং তাঁদের তিন আত্মীয়কে ধরা হয়েছে। ধৃতদের মধ্যে চারজনের বাড়ি ডান্না গ্রামে। বাকি একজনের বাড়ি গ্রামবেড়া গ্রামে। শনিবার পাত্রসায়রের হাটকৃষ্ণনগর এলাকার আত্মীয় বাড়ি থেকে বিজয়কে ধরা হয়। সেখান থেকেই অপহৃত বছর ১৩-র কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ১৩-র ওই কিশোরী। স্থানীয় হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে সে। গত ৯ জুলাই তার বাবা পাত্রসায়র থানায় বিজয় বাউরি, তাঁর বাবা সহ পাঁচজনের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি, তদন্তে নেমে জানা যায় ওই কিশোরীকে বিয়ে করেছেন ওই যুবক। হাটকৃষ্ণনগরে এক আত্মীয় বাড়িতে রয়েছে তারা। এরপরেই শনিবার ভোরে প্রথমে যুবককে ধরা হয়। উদ্ধার করা হয় কিশোরীকে। এরপর ওই যুবকের বাবা সহ আরও চারজনকে গ্রেফতার করা হয়।

শনিবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ওই কিশোরীকে বাবার কাছে পাঠানোর নির্দেশ দেন। ধৃতদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। অভিযুক্তের পরিবারের তরফে অবশ্য দাবি করা হয়েছে, মেয়েটির সঙ্গে বিজয়ের ভালবাসার সম্পর্ক রয়েছে। মেয়েটিকে অপহরণ করা হয়নি। সে স্বেচ্ছায় বিজয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল। অপহরণের অভিযোগ মিথ্যা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন