প্রচারে সাফল্য, দাবি পুলিশের

আদ্রায় আটক সাউন্ড বক্স

গত বছর দুর্গা পুজোর আগে থেকেই আদ্রা থানার পুলিশ বিধি ভেঙে সাউন্ড বক্স বাজানো নিয়ে কড়াকড়ি শুরু করেছে। পুলিশের দাবি, ধীরে হলেও ফল মিলছে। এই বছর সরস্বতী পুজোয় আগের থেকে মাইকের দাপট কম ছিল বলে জানাচ্ছেন এলাকার অনেক বাসিন্দাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আদ্রা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৬:৪০
Share:

প্রতীকী ছবি।

রাত ১০টার পরে সাউন্ড বক্স বাজিয়ে বিসর্জন করা যাবে না বলে পইপই করে বলে রেখেছিল পুলিশ। তার পরেও রবিবার রাত ১১টা নাগাদ তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে যাচ্ছিল গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রা। আদ্রার বেকো গ্রামের বহড়কুলি এলাকার বাসিন্দাদের থেকে সেই খবর পাওয়ার পরেই গ্রামে গিয়ে ওই সাউন্ড বক্স এবং অন্য যন্ত্রপাতি আটক করেছে পুলিশ। যে পিকআপ ভ্যানে সাউন্স বক্স চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আটক করা হয়েছিল সেই গা়ড়ির চালককেও। পরে তাঁকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

গত বছর দুর্গা পুজোর আগে থেকেই আদ্রা থানার পুলিশ বিধি ভেঙে সাউন্ড বক্স বাজানো নিয়ে কড়াকড়ি শুরু করেছে। পুলিশের দাবি, ধীরে হলেও ফল মিলছে। এই বছর সরস্বতী পুজোয় আগের থেকে মাইকের দাপট কম ছিল বলে জানাচ্ছেন এলাকার অনেক বাসিন্দাই। শব্দবিধি ভাঙার ঘটনা যে থেমে গিয়েছে, এমনটাও নয়। কিন্তু সচেতন হয়েছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের থেকে খবর পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, এই বছর দুর্গা পুজোর মণ্ডপে এবং বিসর্জনের শোভাযাত্রায় শব্দবিধি মেনে চলার জন্য এক মাস আগে থেকে প্রচার শুরু করা হয়েছে। গণেশ পুজোর আগেও অটোয় মাইক বেঁধে এলাকায় প্রচার চালিয়েছিল পুলিশ। সেখানেই, কোনও অনিয়ম হলে পুলিশকে ফোন করে খবর দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের কাছে।

Advertisement

আদ্রার থানার পুলিশের দাবি, প্রচারের ফলেই বেকো গ্রামের ওই ঘটনার খবর তাদের কাছে এসেছিল। জেলা পুলিশের এক আধিকারিক জানান, অনেক ক্ষেত্রেই কিছু পুজো কমিটি পুজো করার জন্য থানার অনুমতি নেয় না। ফলে সেই পুজোগুলির বিষয়ে পুলিশের কাছে কোনও খবর থাকে না।

বেকো গ্রামের পুজোর ক্ষেত্রেও ঘটেছিল সেটাই— গ্রামের মধ্যে ছোট মাপের পুজোর অনুমতি নেওয়া হয়নি। ফলে পুলিশের কাছে ওই পুজোর বিসর্জেনের বিষয়ে কোনও খবর ছিল না। গ্রামের কিছু বাসিন্দাই পুলিশকে ফোনে রাত ১১টার সময়ে বিকট শব্দে সাউন্ড বক্স বাজিয়ে বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছে বলে খবর দিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে বেকো গ্রামের বহড়কুলি থেকে বড়মাপের দশটি ও ছোট চারটি সাউন্ড বক্স আর মাইক বাজানোর যন্ত্র আটক করে থানায় আনা হয়েছে। পুজোর উদ্যোক্তারা বক্সগুলি ঝাড়খণ্ডের চন্দনকেয়ারি থেকে ভাড়া করে এনেছিলেন। আদ্রা থানার পুলিশ ঝাড়খণ্ডে ওই সাউন্ড বক্সের মালিকের কাছে নোটিশ পাঠাচ্ছে। আদ্রা থানার পুলিশ জানিয়েছে, বিশ্বকর্মা পুজোর আগে বিধি মেনে সাউন্ড বক্স বাজিয়ে পুজো ও বিসর্জনের জন্য প্রচার চালানো হবে। বিধি ভাঙার খবর পেলেই সাউন্ড বক্স আটক, প্রয়োজনে বাজেয়াপ্ত করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন