Bike Accident In Bankura

ছবি তোলার জন্য বাইক নিয়ে ‘স্টান্টবাজি’, মুকুটমণিপুরের রাস্তায় মৃত্যু পর্যটকের!

রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র মনোজিৎ মাহাতো রাইপুরের হলুদকানালি গ্রামে মামাবাড়িতে গিয়েছিলেন। সেখানে কয়েক জন কনটেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবারের সঙ্গে বাইক নিয়ে বাঁকুড়ার অন্যতম পর্যটনকেন্দ্র মুকুটমণিপুরে বেড়াতে যান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:০৯
Share:

—প্রতীকী চিত্র।

কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বাইক নিয়ে ‘স্টান্ট’ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজপড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মুকুটমণিপুরে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মনোজিৎ মাহাতো। বয়স ২১ বছর। পলিটেকনিক কলেজের ছাত্রটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করার পরে দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

জানা গিয়েছে, রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র মনোজিৎ রবিবার রাইপুরের হলুদকানালি গ্রামে মামাবাড়িতে গিয়েছিলেন। সেখানে কয়েক জন কনটেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবারের সঙ্গে বাইক নিয়ে বাঁকুড়ার অন্যতম পর্যটনকেন্দ্র মুকুটমণিপুরে বেড়াতে যান তিনি। তাঁরা বাইক নিয়ে ‘স্টান্ট’ করছিলেন ফটোশুটের জন্য।

Advertisement

মুকুটমণিপুরের রাস্তায় ‘স্টান্ট’-এর সময় ৭৭ নম্বর আলোকস্তম্ভের কাছে একটি বাঁকের মুখে মনোজিৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন কংক্রিটের গার্ড ওয়ালে। গুরুতর জখম হন তিনি। পরে খবর পেয়ে স্থানীয় গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ মনোজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন ওই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement