Pradhan Mantri Awas Plus Yojana

তালিকায় নাম নেই,  বিডিওকে নালিশ

প্রায় একই অভিযোগ উঠেছে ইলামবাজার ব্লকের ধরমপুর পঞ্চায়েতের নান্দার সংসদের উপর দেলোড়া গ্রামে। এ নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নানুর, ইলামবাজার শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ০৭:৪০
Share:

নানুর ব্লক অফিসে আবাস যোজনার অভিযোগকারীরা। সোমবার। নিজস্ব চিত্র

কেউ খড়ের চালের মাটির বাড়িতে বাস করেন। আবার কেউ বাস করেন বিপজ্জনক বাড়িতে। অথচ পঞ্চায়েতে কাগজপত্র জমা দিয়েও নাম আসেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপকের তালিকায়। এমনই অভিযোগ তুলে কয়েক দিন আগে কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েক জন আবেদনকারী। এ বারে একই অভিযোগে বিডিওর কাছে জানালেন ওই পঞ্চায়েত এলাকার বেশ কয়েক জন বাসিন্দা।

Advertisement

স্থানীয় নিমড়া গ্রামের সফিকুল শেখ, মতিপুর কলোনির মদন দাসবৈরাগ্যেরা বলেন, ‘‘দিনমজুরি করে আমাদের সংসার চলে। আমরা খড়ের চালের মাটির বাড়িতে বাস করি। প্রয়োজনীয় নথিপত্র পঞ্চায়েতে আবেদন করা সত্ত্বেও আবাস যোজনার প্রাপক তালিকায় আমাদের নাম আসেনি। অথচ পাকাবাড়ি আছে, আগে অনুদান পেয়েছেন, এমন অনেকের নাম এসেছে।’’

পঞ্চায়েত প্রধান শিবরাম চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা অনলাইনে প্রায় ১,০০০ আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত করেছিলাম। তার মধ্যে ৫০০ জনের নাম এসেছে। প্রয়োজনীয় কাগজপত্র বা সার্ভারের গোলযোগের জন্য কিছু নাম বাদ যেতে পারে। পাওয়ার যোগ্য অথচ যাঁদের নাম তালিকায় নেই তাঁদের নাম যাতে পরে আসে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আর সমীক্ষায় অযোগ্যদের নাম এমনিতেই বাদ যাবে।’’ বিডিও শৌভিক ঘোষাল বলেন, ‘‘যাঁরা যোগ্য অথচ বাড়ি তৈরির অনুদান পাননি, সরকারি সার্কুলার এলে তাঁরা যাতে পান তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

Advertisement

প্রায় একই অভিযোগ উঠেছে ইলামবাজার ব্লকের ধরমপুর পঞ্চায়েতের নান্দার সংসদের উপর দেলোড়া গ্রামে। এ নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, এ গ্রামের বাসিন্দা প্রায় ৮০০ জন। অধিকাংশই দিনা-আনা দিন-খাওয়া পরিবার। তাঁদের অনেকেই বাড়ি পাননি বলে অভিযোগ। অথচ যাঁদের স্বচ্ছল অবস্থা তাঁরা বাড়ি পেয়েছেন।

এ নিয়ে সোমবার ইলামবাজার বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীর একাংশ। অভিযোগ পত্রে তাঁরা উল্লেখ করেছেন, তালিকায় অধিকাংশ ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ জসিম, শেখ আসরাফরা বলেন, ‘‘আমরা চাই বাড়ির প্রকৃত প্রাপকেরাই বাড়ি পাক এবং অবিলম্বে এই সমস্ত দুর্নীতির তদন্ত হোক।”এ বিষয়ে ইলামবাজারের বিডিও মহম্মদ জসিমউদ্দিন মণ্ডল বলেন, “এমন অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। ”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন