বৃষ্টি চেয়ে পুজো

বৃষ্টির প্রার্থনা করে পুজো দিলেন পুরুলিয়া মফস্সল থানা এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বুধবার তপানন্দনগর শিব পূজা ট্রাস্ট কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০১:০৪
Share:

বৃষ্টির প্রার্থনা করে পুজো দিলেন পুরুলিয়া মফস্সল থানা এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বুধবার তপানন্দনগর শিব পূজা ট্রাস্ট কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়েছিল। শিমুলটাঁড়, নাড়ুরডি, মুটরুডি, মহুলবনা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী নদী। চলতি মরসুমে বৃষ্টি না হওযায় এলাকার ছোট-বড় জলাশয়গুলি শুকিয়ে গিয়েছে। কয়েক মাস আগে নদীর উপর বালির বাঁধ দিয়ে এক পাশে সরু ধারায় বয়ে চলা জল ধরে রাখার চেষ্টা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এখন তাপপ্রবাহের জেরে সেই জলও শুকিয়ে গিয়েছে। কমিটির সম্পাদক সমীর মাহাতো এবং সদস্য মহাদেব মাহাতো জানান, গ্রামগুলির ১০৮ জন কিশোরী নদীর বালি খুঁড়ে, জল বের করে, দু’ কিলোমিটার হেঁটে মন্দিরে নিয়ে এসে পুজো দিয়েছে। তিনি বলেন, ‘‘অন্য বছর গ্রীষ্মের সময় নদীর উপর ভরসা করে থাকতাম। সেই নদীও এ বার শুকিয়ে গিয়েছে। বৃষ্টি না নামলে কী অবস্থা হবে ভেবেও শিউরে উঠছি।’’ তিনি জানান, গাজনের সময়ও বৃষ্টির প্রার্থনায় পুজো দেওয়া হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন