BJP

‘লাঠিতে তেল’ দিয়ে  রাখার নিদান বিবেকের

এ দিন লালপুর কলেজ মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়। হুড়া ব্লকের তিনটি মণ্ডল থেকেই দলের নেতা-কর্মীরা তাতে শামিল হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুড়া শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ০৮:০৩
Share:

বিজেপির প্রতিবাদ মিছিল। পুরুলিয়ার লালপুরে। নিজস্ব চিত্র

লাঠিতে ‘তেল দেওয়ার’ কথা বলে কার্যত তৃণমূলকে প্রচ্ছন্ন হুমকি দিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রঙ্গা। কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনার প্রতিবাদে রবিবার হুড়ার লালপুরে প্রতিবাদ মিছিল করে বিজেপি। মিছিলের পরে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের লালপুর মোড়ে পথসভায় তিনি ছাড়াও বক্তৃতা করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অনেকে।

Advertisement

সভায় তৃণমূলের উদ্দেশে বিবেককে হুঁশিয়ারির সুরে বলতে শোনা যায়, ‘‘আমাদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়ার জন্য, আমাদের মারার জন্য, গত পঞ্চায়েত ভোটে লোকজনকে বসিয়ে রাখা হয়েছিল। আশা করব, এ বার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না। ফের সেই ঘটনা ঘটলে নিজেদের লাঠিতেও তেল দিয়ে রাখবেন। সময়ে দরকার পড়তে পারে।’’ কালিয়াগঞ্জের ঘটনা প্রসঙ্গে জ্যোতির্ময় বলেন, ‘‘বাংলায় যে ভাবে নারীদের উপরে অত্যাচার চলছে, তার প্রতিবাদে আমরা রাজপথে রয়েছি। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পরে খুন করে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ তার দেহ টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। এ ঘটনা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক ও নিন্দনীয়।’’

এ দিন লালপুর কলেজ মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়। হুড়া ব্লকের তিনটি মণ্ডল থেকেই দলের নেতা-কর্মীরা তাতে শামিল হয়েছিলেন। ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সহ-সভাপতি ফাল্গুনী চট্টোপাধ্যায়, গৌতম রায়, জেলা সম্পাদক আবদুল আলিম আনসারি, যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য নীলোৎপল সিংহ প্রমুখ।

Advertisement

বিবেক বলেন, ‘‘তৃণমূল নেতারা মানুষের টাকা চুরি করে ঘরে ঢুকে পড়েছেন। তাঁরা ঠান্ডা ঘরে বসে আরাম করছেন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সব জায়গায় প্রার্থী খুঁজে পাবে না। কারণ, ভদ্রলোকেরা বলছেন, তৃণমূলের হয়ে দাঁড়াব না। আর তৃণমূল বলছে চোরকে টিকিট দেব না।’’ তাঁর দাবি, ‘‘দুর্নীতিগ্রস্তদের তালিকায় এখানকার (হুড়া) পঞ্চায়েত (সমিতির) সভাপতির নাম উঠে গিয়েছে। বেশিদিন নেই। পালিয়ে যেতে পারবেন না।’’

এর পরে মনে করিয়ে দেন, ‘‘(তৃণমূলের) উপরের নেতাদের জেলে ঢোকা শুরু হয়েছে। কলকাতা থেকে আসানসোল, তার পরে বাঁকুড়া, তার পরে হুড়া। এত চুরি হয়েছে যে লম্বা কাহিনি লেখা যাবে।’’

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের প্রসেনজিৎ মাহাতোর প্রতিক্রিয়া, ‘‘এ সব অভিযোগ মিথ্যা। ফাঁকা কলসির আওয়াজ বেশি। বিজেপি এ বার হালে পানি পাবে না। প্রদীপ যেমন নেভার আগে জ্বলে ওঠে, বিজেপির অবস্থাও ঠিক তাই। মানুষ ভোট দেবেন উন্নয়ন দেখে।’’

জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “২০১৪ থেকে কেন্দ্রে ক্ষমতায় থাকলেও বিজেপির মুখে উন্নয়নের কথা শোনা যায় না। আমরা উন্নয়ন করেই মানুষের ভোট চাই। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় বিজেপি এ সব বলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন