অনুব্রতর তালুকেই বড় মিছিল

শেষ পুরভোট ও উপনির্বাচন, দু’টিতেই জেলায় বিজেপি-র সংগঠনের প্রকৃত অবস্থার অনেকটাই সামনে এসেছে। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে বামেরা। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার বোলপুরে বড়সড় মিছিল করল জেলা বামফ্রন্ট। আর শাসকদলের দাপুটে নেতার সেই খাসতালুকে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলকে হুঙ্কার দিয়ে তিনি বললেন, ‘‘উত্তর থেকে নামছে। তৃণমূল নামতে শুরু করেছে। বাঁধ খুলে দিন। বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০১:২৩
Share:

ভোট-বাক্সে কি এই মিছিলের প্রতিফলন দেখা যাবে? উত্তর খুঁজছেন বাম নেতারা। বৃহস্পতিবার বোলপুরে বামফ্রন্টের মিছিলের ছবি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী।

শেষ পুরভোট ও উপনির্বাচন, দু’টিতেই জেলায় বিজেপি-র সংগঠনের প্রকৃত অবস্থার অনেকটাই সামনে এসেছে। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে বামেরা। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার বোলপুরে বড়সড় মিছিল করল জেলা বামফ্রন্ট। আর শাসকদলের দাপুটে নেতার সেই খাসতালুকে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলকে হুঙ্কার দিয়ে তিনি বললেন, ‘‘উত্তর থেকে নামছে। তৃণমূল নামতে শুরু করেছে। বাঁধ খুলে দিন। বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।’’

Advertisement

শুধু তা-ই নয়, বাম কর্মী-সমর্থকদের জন্য তাঁর আহ্বান, ‘‘ঝান্ডার ডান্ডা শক্ত করে ধরে রাখুন। প্রতিবাদে-প্রতিরোধে কাজে আসবে।’’ বৃহস্পতিবার রাজ্যে আইনের শাসন কায়েম করা-সহ একাধিক দাবিতে বোলপুরে শান্তি মিছিলের আয়োজন করে জেলা বামফ্রন্ট। মিছিলের পরে সূর্যবাবু জানান, বিধানসভা ভোটের আগে নভেম্বর মাস থেকে বামফ্রন্টের ১১৩টি গণ সংগঠন রাজ্যের ৭২ হাজারের বেশি বুথে গিয়ে প্রচারে নেমে পড়বে।

প্রসঙ্গত, জেলার বিভিন্ন জায়গায় অশান্তি, গণ্ডগোল, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ এবং খুনোখুনির জেরে সাম্প্রতিক কালে বীরভূম খবরের শীর্ষে। সেই প্রসঙ্গ তুলে সূর্যবাবু বলেন, ‘‘শুধু আমরা বিরোধীরা আক্রান্ত হচ্ছি বলে পথে নামছি, তা নয়। তৃণমূল এবং তৃণমূলের মধ্যে সঙ্ঘাত এবং খুনোখুনির জন্য আমাদেরই পথে নামতে হয়েছে।’’ সম্প্রতি বোলপুর-পালিতপুর রাস্তার উপর নিমতলার কাছে তিন তৃণমূল কর্মী খুনের ঘটনার দিকে ইঙ্গিত করে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‘কেষ্ট-বিষ্টু যাদের অক্সিজেন কম পড়ে, যাদের এত এত ক্ষমতা, তাঁরা বলছেন নিহতেরা সমাজবিরোধী। আর তাঁরই দলের বিধায়ক বলছেন, ওরা তৃণমূলেরই কর্মী। মুখ্যমন্ত্রী কী জানেন, এই বিষয়টা?’’ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি অভিযোগ করেন, গত সাড়ে চার বছরে বাংলায় কলঙ্কিত অধ্যায় তৈরি করেছে শাসকদল তৃণমূল।

Advertisement

এ দিন বিকেলের ওই শান্তি মিছিলে সূর্যবাবু, জেলা বামফ্রন্টের নেতৃত্বের পাশাপাশি আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিএমের কেন্দ্রীয় কমিটি সদস্য রামচন্দ্র ডোম প্রমুখ উপস্থিত ছিলেন। পারায় পাঁচ হাজার বাম কর্মী-সমর্থক বোলপুরের ডাকবাংলো ময়দান থেকে ট্যুরিস্ট লজ মোড় হয়ে বাঁধগোড়া, শ্রীনিকেতন রাস্তার উপর হয়ে গোটা শহর পরিক্রমা করে ডাকবাংলো মাঠে ফেরে ওই শান্তি মিছিল।

বোলপুরের ওই মিছিলকে অবশ্য বিশেষ পাত্তা দিচ্ছে না জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা না গেলেও দলেরই এক নেতার বক্তব্য, ‘‘ওরা আগে নিজেদের ৩৪ বছরের কথা মনে করুক। তা হলেই সমস্ত প্রশ্নের উত্তের খুঁজে পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন