পাত্রসায়রে বালিকাকে ধর্ষণ, ধৃতের জেল হাজত

এক বালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত রঞ্জিত ওরফে বাহাদুর কেওড়াকে জেল হাজতে পাঠাল বাঁকুড়া আদালত। গত মঙ্গলবার পাত্রসায়র থানার বালসি ২ পঞ্চায়েত এলাকায় পাখির মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে দশ বছরের ওই বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রঞ্জিতের বিরুদ্ধে। নির্যাতিত ওই বালিকা বর্তমানে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০২:০৪
Share:

এক বালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত রঞ্জিত ওরফে বাহাদুর কেওড়াকে জেল হাজতে পাঠাল বাঁকুড়া আদালত। গত মঙ্গলবার পাত্রসায়র থানার বালসি ২ পঞ্চায়েত এলাকায় পাখির মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে দশ বছরের ওই বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রঞ্জিতের বিরুদ্ধে। নির্যাতিত ওই বালিকা বর্তমানে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বুধবার সকালে গ্রামের মানুষ অভিযুক্ত রঞ্জিতকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যায়। পরে নির্যাতিতার বাবা রঞ্জিতের নামে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ধৃতকে বাঁকুড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিষ্ণুপুর জেলা হাসপাতালে গিয়ে তার বয়ান নেওয়া হয়েছে। সুস্থ হলেই তাকে আদালতে হাজির করে বিচারকের কাছে গোপন জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হবে। অভিযোগের তদন্ত চলছে।’’ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার পেশায় রাজমিস্ত্রি, বছর চব্বিশের রঞ্জিত তার বাড়িতে পাখির মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে বালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার বাবার অভিযোগ, “মেয়ে কান্নাকাটি করলে রঞ্জিত ভোজালি দেখায়। চড় ধাপ্পড় মারে। তাই সে ভয়ে ধর্ষণের ঘটনা কাউকে জানায়নি।’’ বিষ্ণুপুর হাসপাতাল সূত্রের খবর, বালিকার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তবে শারীরিক ভাবে এখনও দুর্বল সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement