বিকল্প রাস্তা হয়নি, ক্ষুব্ধ বিচারপতি

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি রাস্তার তৈরির কাজের রিপোর্ট সময়ে আদালতে পেশ না হওয়ায় শুক্রবার ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। এক সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট জমা না পড়লে ওই রাস্তা তৈরির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকের বেতন থেকে পাঁচ হাজার টাকা জরিমানা বাবদ কেটে নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন প্রধান বিচারপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০২:৩২
Share:

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি রাস্তার তৈরির কাজের রিপোর্ট সময়ে আদালতে পেশ না হওয়ায় শুক্রবার ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। এক সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট জমা না পড়লে ওই রাস্তা তৈরির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকের বেতন থেকে পাঁচ হাজার টাকা জরিমানা বাবদ কেটে নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন প্রধান বিচারপতি।

Advertisement

আইনজীবী স্বাগত দত্ত জানান, বীরভূমের ময়ূরেশ্বর-২ নম্বর ব্লকের অধীন ওম্বা-কালভদ্র রাস্তায় পাথর খাদানের ভারী ট্রাক যাতায়াতের কারণে বিপদে পড়েছেন সেখানকার ৪৪টি গ্রামের বাসিন্দা। ওই এলাকায় ১১টি স্কুল রয়েছে। রয়েছে চারটি হাসপাতাল। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১৯৯০ সাল থেকে বিভিন্ন দুর্ঘটনায় ৫০০ জনের মৃত্যু হয়েছে ওই এলাকায়। ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আনতে স্থানীয় বাসিন্দারা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেন। ২০০৯ সালে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধি, প্রশাসন ও পাথর খাদানগুলির প্রতিনিধিরা ত্রিপাক্ষিক বৈঠক করেন।

সে সময় ঠিক হয়, গ্রামবাসীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই এলাকায় একটি বিকল্প রাস্তা হবে। আইনজীবীর অভিযোগ, সেই রাস্তা এখনও তৈরি হয়নি।

Advertisement

এর আগের শুনানিতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, রাস্তা তৈরির কী অগ্রগতি হয়েছে, তার রিপোর্ট দাখিল করতে। সেই রিপোর্ট না পেয়েই ওই হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন