সতর্ক প্রশাসন

আজ উপনির্বাচনের ফল

আজ, বুধবার জেলায় মোট ১১টি গ্রাম পঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতির উপ-নির্বাচনের ভোট গণনা হবে। তার জন্য জেলার ৯টি ব্লকে গণনাকেন্দ্র তৈরি হয়েছে। থাকছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ডিপিআরডিও মানস মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি ও ইলামবাজার শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০১:২৯
Share:

এমনই কড়া নিরাপত্তায় মিটেছে খয়রাশোলের বুথে পুনর্নির্বাচন। —নিজস্ব চিত্র।

আজ, বুধবার জেলায় মোট ১১টি গ্রাম পঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতির উপ-নির্বাচনের ভোট গণনা হবে। তার জন্য জেলার ৯টি ব্লকে গণনাকেন্দ্র তৈরি হয়েছে। থাকছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ডিপিআরডিও মানস মণ্ডল।

Advertisement

গত শনিবার জেলায় মুরারই ১ ব্লকের চাতরা, মুরারই ২ ব্লকের আমডোল, মাড়গ্রামের বুদিগ্রাম, ইলামবাজারের মঙ্গলডিহি, সিউড়ি ১ ব্লকের তিলপাড়া, রাজনগরে তাঁতিপাড়া, মহম্মদবাজার ব্লকের সেকেড্ডা, দুবরাজপুর ব্লকের সাহাপুর ও বালিজুড়ি এবং খয়রাশোলের বাবুজোড় ও রূপষপুর গ্রাম পঞ্চায়েতের একটি করে আসনে উপরির্বাচন হয়েছে। এ ছাড়া ভোট হয়েছে দুবরাজপুরের সাহাপুর ও খয়রাশোলের পাঁচড়া এবং কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত সমিতির তিনটি আসনেও। বুধবার প্রত্যেকটি উপনির্বাচনেরই ফলাফল জানা যাবে।

এ দিকে, পাড়ুই থানার মঙ্গলডিহি পঞ্চায়েতের ব্রাহ্মণডিহি ২ নম্বর সংসদের উপনির্বাচনের গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। নির্বাচনের দিন যুযুধান দুই শিবির শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি-র মধ্যে সেই অর্থে কোনও বিবাদ না বাধলেও গণনা এবং গণনা পরবর্তী কালে অশান্তি ছাড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই গণনার প্রাক্কালে মঙ্গলবার এলাকায় এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় পুলিশ। পাশাপাশি উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করেছে জেলা প্রশাসন। বিশেষ করে ইলামবাজার ব্লকের পাড়ুই থানা এলাকার আওতায় থাকা শ্রীরামপুর-ব্রাহ্মণডিহি, মঙ্গলডিহি, হাঁসড়া, মাখড়া, চৌমণ্ডলপুর, ছাতারবান্দি প্রভৃতি এলাকায় চলছে ব্যাপক পুলিশ টহলদারি। যানবাহন আটকে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পাড়ুই পুলিশ। আজ, বুধবার সকাল থেকে ইলামবাজার বিডিও অফিসে গণনা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ্য, ওই সংসদের মোট ১০৬৪ ভোটারের মধ্যে ৯০৩টি ভোট পড়েছিল। ভোট গণনা এবং ফল প্রকাশকে কেন্দ্র করে উভয় শিবিরেই রয়েছে উত্তেজনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন