ডাক্তার চেয়ে পথ অবরোধ

এ দিন সকাল আটটা থেকে বালিতোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে সড়বড়ি-শালতোড়া রাস্তায় অবরোধ শুরু হয়। চলে দুপুর ২টো পর্যন্ত। বিডিও (সাঁতুড়ি) রঞ্জন হাইত এবং বিএমওএইচ আশিস বিশ্বকর্মা গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করার পরে অবরোধ ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁতুড়ি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:০১
Share:

স্তব্ধ: বালিতোড়ায়। নিজস্ব চিত্র

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই। রোগী দেখেন ফার্মাসিস্ট ও নার্স। এমন পরিস্থিতিতে সাঁতুড়ি ব্লকের বালিতোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগের জন্য আগেই একাধিকবার বিভিন্ন মহলে আর্জি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কাজ হয়নি। সেই অভিযোগ তুলে স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। বয়স্কদের একটি সংগঠনের উদ্যোগে এই অবরোধে সামিল হন আপামর বাসিন্দা।

Advertisement

এ দিন সকাল আটটা থেকে বালিতোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে সড়বড়ি-শালতোড়া রাস্তায় অবরোধ শুরু হয়। চলে দুপুর ২টো পর্যন্ত। বিডিও (সাঁতুড়ি) রঞ্জন হাইত এবং বিএমওএইচ আশিস বিশ্বকর্মা গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করার পরে অবরোধ ওঠে।

বাসিন্দাদের দাবি, বালিতোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপরে নির্ভরশীল ওই পঞ্চায়েত এলাকার অন্তত তিরিশটি গ্রামের কুড়ি-পঁচিশ হাজার বাসিন্দা। ‘সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি’-র অভিযোগ, গত দু’বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নেই। রোগী দেখেন ফার্মাসিস্ট ও এক জন নার্স। পেটখারাপ, জ্বরের মত‌ো অসুখ হলে ওষুধ মেলে। কিন্তু সামান্য জটিল হলেই এখানে আর পরিষেবা পাওয়া যায় না। যেতে হয় দশ কিলোমিটার দূরের মুরাড্ডিতে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সংগঠনের সভাপতি অজিত মণ্ডলের দাবি, ‘‘স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক দেওয়ার জন্য আমরা বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে আর্জি জানিয়ে আসছি। কিন্তু সুরাহা হয়নি বলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়ে পথ অবরোধ করেছিলাম।’’

Advertisement

এ দিন সকাল থেকেই টানা বৃষ্টি হয়েছে। অবরোধকারীরা কিন্তু রাস্তা থেকে সরে যাননি। সংগঠনের সম্পাদক চণ্ডীচরণ রায় জানান, অতীতে তাঁরা একই দাবিতে পথ অবরোধ করেছিলেন। তারপরে এক চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। কিন্তু পরে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হল নিতুড়িয়ার ব্লক স্বাস্থ্যকেন্দ্র হারমাড্ডিতে। তিনি বলেন, ‘‘ওই চিকিৎসককে বালিতোড়ায় ফিরিয়ে আনার দাবি এ দিন জানানো হয়েছে।”

স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর পাশাপাশি এ দিন এলাকার পানীয় জল সরবরাহের সমস্যা মেটানোর দাবিও জানিয়েছেন সংগঠনের সদস্যেরা। তাঁদের অভিযোগ, দামোদর নদ থেকে জল তুলে পাইপলাইনে পঞ্চায়েত এলাকার অর্ধেক গ্রামে সরবরাহ করা হয়। কিন্তু বাকি গ্রামগুলি এখনও বঞ্চিত রয়েছে। আবার যেখানে জল সরবরাহ করা হয়, সেখানেও পর্যাপ্ত জল দেওয়া হয় না। তাই পঞ্চায়েত এলাকায় পানীয় জল সরবরাহ সমস্যার স্থায়ী সমাধান প্রশাসনের কাছে জানানো হয়েছে।

তবে সামগ্রিক ভাবেই চিকিৎসকের ঘাটতির কারণে বালিতোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ করা যাচ্ছে না বলে জানাচ্ছে ব্লক স্বাস্থ্য দফতর। বিএমওএইচ জানান, তাঁরা বহুবার জেলায় চিকিৎসক চেয়ে আবেদন করেছেন। কিন্তু পাওয়া যায়নি। তিনি বলেন, ‘‘ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে সপ্তাহে এক দিন এক জন চিকিৎসককে বালিতোড়ায় পাঠানো সম্ভব কি না তা খতিয়ে দেখছি।” অন্যদিকে জল সরবরাহের সমস্যা খতিয়ে দেখে মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন