খন্দ পথ, শিল্পাঞ্চলে অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। আম্বা মোড় থেকে ঠাকুরপুরা রাস্তায় রামপুরহাট থানার শালবাদরা গ্রামে বুধবার পথ অবরোধ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তার মধ্যে রামপুরহাট থানার হস্তিকাঁদা থেকে ঠাকুরপুরা পর্যন্ত অংশ দীর্ঘদিন থেকে সংস্কার অভাবে বেহাল হয়ে পড়েছে। অথচ রাস্তার উপর দিয়ে শালবাদরা পাথর শিল্পাঞ্চলের পাথর ভর্তি লরি, ট্রাক যাতায়াত করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০১:০৩
Share:

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। আম্বা মোড় থেকে ঠাকুরপুরা রাস্তায় রামপুরহাট থানার শালবাদরা গ্রামে বুধবার পথ অবরোধ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তার মধ্যে রামপুরহাট থানার হস্তিকাঁদা থেকে ঠাকুরপুরা পর্যন্ত অংশ দীর্ঘদিন থেকে সংস্কার অভাবে বেহাল হয়ে পড়েছে। অথচ রাস্তার উপর দিয়ে শালবাদরা পাথর শিল্পাঞ্চলের পাথর ভর্তি লরি, ট্রাক যাতায়াত করে। গাড়ি যে কোনও সময় পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পথচারীরাও তাই দুঃশ্চিন্তায় রয়েছেন।

Advertisement

সম্প্রতি রাস্তার বেহাল দশায় রামপুরহাট-শালবাদরা রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে এলাকার স্কুল পড়ুয়া থেকে কলেজপড়ুয়া, নিত্যযাত্রী সকলেই সমস্যার মধ্যে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে শালবাদরা পাথর ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে রাস্তা সংস্কার করে দেওয়া হতো। সম্প্রতি তাঁরাও রাস্তা সংস্কারে আর নজর দিচ্ছেন না। এর জন্য অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন।

শালবাদরা পাথর ব্যবসায়ী মালিক সমিতির মুখপত্র সৈয়দ মৈনুদ্দিন হোসেন জানান, রাস্তাটি জেলাপরিষদের। কাজেই সংস্কার করার দায়িত্ব তাদেরই। তবুও দীর্ঘদিন রাস্তাটি পাথর ব্যবসায়ী মালিক সমিতি থেকে সংস্কার করে আসছে। তিনি বলেন, ‘‘রাস্তার বেহাল দশার জন্য আমাদের ব্যবসা মার খাচ্ছে। বৃষ্টির জন্য রাস্তা সংস্কারের কাজ করা যায়নি। তবে বৃষ্টি থামার পর যুদ্ধকালীণ তৎপরতায় পাথর ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে রাস্তা সংস্কার করা হচ্ছে।’’ তিনি জানান, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাষ্টগড়া থেকে হস্তিকাঁদা পর্যন্ত রাস্তায় পিচের কাজ শেষ হয়েছে। আশা করা যায় তাঁদের তরফ থেকে হস্তিকাঁদা থেকে ঠাকুরপুরা রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন