প্রাথমিকেই পাঠ পথ নিরাপত্তার

রাস্তায় চলার সময় বাঁ দিক ধরে হাঁটতে হবে।মোটরবাইকে চাপলে চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে।পথ নিরাপত্তার এমন পাঠ এ বার পাবে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০০:৫১
Share:

রাস্তায় চলার সময় বাঁ দিক ধরে হাঁটতে হবে।

Advertisement

মোটরবাইকে চাপলে চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে।

পথ নিরাপত্তার এমন পাঠ এ বার পাবে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও।

Advertisement

ব্যতিক্রমী উদ্যোগ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। শুক্রবার জেলার ২৪০০টি স্কুলের শিক্ষকদের সংসদ থেকে পাঠানো একটি নির্দেশিকায় সে কথাই বলা হয়েছে। স্কুলে প্রার্থনার পরেই শিক্ষকেরা ১৫ মিনিট পড়ুয়াদের পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা পাঠ দেবেন। শনিবার থেকেই নির্দেশ পালন শুরু করছেন স্কুলগুলির শিক্ষকেরা। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক এবং অভিভাবকেরাও।

জেলা পুলিশ ও প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, পথ নিরাপত্তা বিষয়ক সপ্তাহে সম্প্রতি সিউড়িতে প্রাথমিক শিক্ষা সংসদে স্কুলপড়ুয়া ও গাড়ির চালকদের নিয়ে একটি সচেতনতা শিবির হয়। উপস্থিত ছিলেন ডিজি ট্রাফিক দুর্গাপ্রসাদ তারেনিয়া, জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমারেরা। সেখানেই স্কুলপড়ুয়াদের পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতার পাঠ দেওয়ার উপকারিতার প্রসঙ্গ ওঠে। ঠিক হয়, স্কুলে স্কুলে এমন সচেতনতার পাঠ দেবে শিক্ষা সংসদ। সহযোগিতায় থাকবে জেলা পুলিশ।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ বলছেন, ‘‘একের পর এক পথ দুর্ঘটনা ঘটার পিছনে অন্যতম কারণ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা না থাকা। কিংবা জেনেও তা মেনে না চলা। শিশুরাই যেহেতু জাতির ভবিষ্যৎ। ছোট থেকেই তাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা ঢুকিয়ে দেওয়া জরুরি। তাতে নিজেরা চলাফেরার সময় যেমন সতর্ক থাকতে পারবে, তেমনই ‘বাবা মোটরবাইক চালানোর সময় হেলমেট পরে যাও’ বলে সতর্কও করতে পারবে।’’

উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার। তিনি বলছেন, ‘‘জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ করেছে। এক সঙ্গে এত জন খুদে পড়ুয়াকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হলে, তার সুদূরপ্রসারী ফল মিলতে বাধ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement