ময়ূরেশ্বরে আটক তিন: পুকুর পাড়ে মহিলাদের কটূক্তি

প্রতিবাদী মা-ছেলেকে কাস্তের কোপ, নালিশ

গ্রামের পুকুরে স্নান করছিলেন কয়েক জন মহিলা। সেখানে গিয়ে তাঁদের কটূক্তি করেছিল এক মদ্যপ যুবক। তারই প্রতিবাদ করায় এক প্রবীণ যাত্রাশিল্পীকে কাস্তে দিয়ে কোপানোর অভিযোগ উঠল ওই যুবক এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে এসে কাস্তের ঘায়ে চোখে চোট পেলেন ওই শিল্পীর বৃদ্ধা মা-ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ময়ূরেশ্বর শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০১:৩১
Share:

গ্রামের পুকুরে স্নান করছিলেন কয়েক জন মহিলা। সেখানে গিয়ে তাঁদের কটূক্তি করেছিল এক মদ্যপ যুবক। তারই প্রতিবাদ করায় এক প্রবীণ যাত্রাশিল্পীকে কাস্তে দিয়ে কোপানোর অভিযোগ উঠল ওই যুবক এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে এসে কাস্তের ঘায়ে চোখে চোট পেলেন ওই শিল্পীর বৃদ্ধা মা-ও।

Advertisement

বুধবার দুপুরে ময়ূরেশ্বর থানার গুমতা গ্রামের ওই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ না হলেও চার যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে স্থানীয় পারচন্দ্রহাটের এক যুবক মদ্যপ অবস্থায় মোটর বাইকে চেপে গুমতা গ্রামের একটি পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। ওই সময় পুকুরঘাটে স্নান করছিলেন গ্রামেরই বেশ কিছু মহিলা। গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবক মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকে। গ্রামবাসীদের একাংশ তার প্রতিবাদ জানায়। ওই প্রতিবাদেই সামিল হয়েছিলেন গ্রামের বাসিন্দা, পেশায় কলকাতার একটি যাত্রাদলের অভিনেতা প্রশান্ত ভট্টাচার্য। জখম প্রশান্তবাবু বলেন, ‘‘আমরা জড়ো হতেই ওই যুবক পালিয়ে যায়। কিন্তু, দুপুরে যখন ভাত খেতে বসি, তখনই আরও কয়েক জনকে জড়ো করে সে আমার বাড়িতে হামলা চালায়। কাস্তে দিয়ে আমাকে কোপায়। বাঁচাতে এলে মা-কেও ওরা কোপায়।’’

Advertisement

এ দিকে, ঘটনার পরেই ওই তিন যুবক পালিয়ে যায়। কিন্তু, খবর ছড়াতেই ক্ষোভে ফুঁসতে থাকেন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর পরে ওই যুবকদের ধাওয়া প্রায় দেড় কিলোমিটার দূরে একটি আদিবাসী গ্রাম লাগোয়া এলাকা থেকে ওই যুবকদের ধরে ফেলা হয়। তার পরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে আটক করে রাখে। অন্য দিকে, জখম মা ও ছেলেকে নিয়ে যাওয়া হয় সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে। প্রশান্তবাবুর শরীরের বিভিন্ন অংশে এবং তাঁর সত্তর বছরের বৃদ্ধা মা দীপ্তিদেবীর চোখের উপরে ক্ষত তৈরি হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পরে তাঁরা ঘরে ফিরে গিয়েছেন।

পুলিশ জানায়, আপাতত যুবকদের আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপি-র বৈঠক। মোবাইলের মাধ্যমে যারা বিজেপি দলের সদস্য পদ গ্রহণ করেছেন তাদের প্রধান কার্য-কর্তাদের নিয়ে রামপুরহাট শহরের কামারপট্টি মোড় সংলগ্ন বিজেপি-র দলীয় কার্যালয়ে বৈঠক করল দলের জেলা নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-র জেলা আহ্বায়ক অর্জুন সাহা, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপস মুখোপাধ্যায়, রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী-সহ রামপুরহাট মহকুমা এলাকার বিভিন্ন ব্লকের মণ্ডল কমিটির নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন