টাকা ফেরত দিন, ক্ষোভ ভ্রমরকোলেও

নিখিল মণ্ডল, তাপস বাগদিদের আরও অভিযোগ, ‘‘শুধু বাড়ির টাকা নয়। শৌচাগার নির্মাণ এবং ১০০ দিন কাজের টাকাও হজম করেছেন ওঁরা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০২:১৫
Share:

ভ্রমরকোল পঞ্চায়েতে বিক্ষোভ। —নিজস্ব চিত্র

‘কাটমানি’ ফেরতের দাবিতে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, তৃণমূলের যুবনেতা এবং এক কর্মীর বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সাঁইথিয়ার ভ্রমরকোল পঞ্চায়েতের ভ্রমরকোল গ্রামে। বিভোক্ষকারীরা ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’, শৌচাগার নির্মাণ এবং ১০০ দিন কাজের ‘কাটমানি’ ফেরতের দাবিতে ওই পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সমীরণ ঘোষ, অঞ্চল যুব সভাপতি গোপীনাথ সাহু এবং কর্মী উত্তম মণ্ডলের বাড়িতে বিভোক্ষ দেখাতে শুরু করেন। গোপীনাথ সাহুর স্ত্রী বিক্ষোভকারীদের গালিগালাজ করেন বলেও অভিযোগ। ফলে উত্তেজনা চরমে ওঠে। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে।

Advertisement

মিহির বাগদি, রামপ্রসাদ বাগদিদের অভিযোগ, ‘ভাগের’ টাকা তুলে দেওয়ার ফলেই অর্থাভাবে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেননি। নিখিল মণ্ডল, তাপস বাগদিদের আরও অভিযোগ, ‘‘শুধু বাড়ির টাকা নয়। শৌচাগার নির্মাণ এবং ১০০ দিন কাজের টাকাও হজম করেছেন ওঁরা।’’ অভিযোগ অস্বীকার উপপ্রধান এবং যুব সভাপতির দাবি, ‘‘আমরা কোনও কাটমানি খাইনি। গ্রামবাসী রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করছে।’’

তৃণমূলের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি প্রশান্ত সাধুর বক্তব্য, ‘‘যাঁরা পঞ্চায়েত এবং দলের ক্ষমতায় থাকার সুযোগে ও ভাবে টাকা তুলেছেন, তার দায় তাঁদের উপরেই বর্তাবে। দল দায় নেবে না। কয়েক দিন আগেই মিটিং করে সে কথা সবাইকে বলে দেওয়া হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন