কাটা গাছের অংশ। —নিজস্ব চিত্র।
ফের একটি চন্দন গাছ চুরি গেল শান্তিনিকেতনে। এ বার চুরিটি হয়েছে বিশ্বভারতীর বিনয় ভবন এলাকা থেকে।
যদিও, বিশ্বভারতীর নিরাপত্তা দফতরের দাবি, ঝড় জলের কারণে ওই গাছটি নষ্ট হয়ে গিয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়কে কাজে লাগিয়ে, কে বা কারা জ্বালানির জন্য নিয়ে গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বভারতীর এলাকা থেকে এবং শান্তিনিকেতনের নিজস্ব ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে বহু গাছ চুরি গিয়েছে সাম্প্রতিক অতীতে। সংশ্লিষ্ট মহলের দাবি, বেশ কয়েক দিন বন্ধ ছিল চন্দন গাছ চুরি।
বিশ্বভারতী সূত্রের খবর, দিন দুয়েক আগের ঝড়ে পরে গিয়েছিল ছোট ওই চন্দন গাছটি। ঝড় জলের প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগে, কে বা কারা কেটে নিয়েছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়েছে। বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বলেন, “ওই চারা গাছটি পোকা খেয়ে নষ্ট হয়ে গিয়েছিল। ঝড়ে পড়ে গিয়েছিল। আমরা খোঁজ নিয়ে দেখছি। কে বা কারা ওই গাছটি সরিয়েছে।”