Attack On Police

লাভপুরে আবার পুলিশের ওপর হামলা! ইটের আঘাতে আহত কনস্টেবল, চলছে অভিযুক্তদের খোঁজ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সিউড়ি থেকে লাভপুরের লায়েকপুর যাওয়ার একটি বাস চৌহাট্টার কাছে পৌঁছালে এক যাত্রী নামতে গিয়ে পড়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩১
Share:

আহত পুলিশকর্মী। নিজস্ব চিত্র।

২৪ ঘণ্টার মধ্যেই বীরভূমের লাভপুরে আবার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায় লাভপুরের তারুলিয়া হাটে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের উপর ইট ছোড়া হয়। ওই ঘটনায় এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সিউড়ি থেকে লাভপুরের লায়েকপুর যাওয়ার একটি বাস চৌহাট্টার কাছে পৌঁছালে এক যাত্রী নামতে গিয়ে পড়ে যান। তিনি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন বাসটিকে আটকে বাসচালক ও কন্ডাক্টরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে বাস মালিকের লোকজন লায়েকপুর গ্রামে গিয়ে ওই পরিবারের ওপর হামলা চালাতে গেলে পুলিশ বাধা দেয়।

এর পরেই তারুলিয়া হাট এলাকায় পুলিশকেও আক্রমণ করা হয় এবং ওই যাত্রীর পরিবারের লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষে এক পুলিশ কর্মী, বাস মালিকপক্ষের তিনজন ও যাত্রীর পরিবারের একজন আহত হয়েছেন। যাত্রীর পরিবারের ওই সদস্যকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

লাভপুর থানা সূত্রের খবর, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এর আগে রবিবার সন্ধ্যায় হাতিয়া গ্রাম সংলগ্ন অমৃতবাঁধ হামলার শিকার হয় লাভপুর থানার পুলিশ। ওই এলাকাতেই নকল কয়েনের ব্যবসা চলছে বলে খবর মিলেছিল। খবর পেয়ে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় নকল কয়েন ব্যবসায়ী এবং তাঁদের সঙ্গীরা পুলিশকে তাড়া করেন। ধাওয়া করে এসে হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন তাঁরা। সেই ইটের ঘায়ে ভাঙে পুলিশের গাড়ির কাচ। আহত হন এক পুলিশকর্মী। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সিউড়ি মিনিস্টিল এলাকায় অশান্তি বেধেছিল। সে সময়ও হামলা হয়েছিল পুলিশের উপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement