শেষমেশ! বাড়ি ফিরলেন সোনালি বিবি। —নিজস্ব চিত্র।
অবশেষে বীরভূমে নিজেদের বাসভবনে
ফিরলেন সোনালি বিবি। এত দিন পর বাড়ি ফেরার আনন্দে কেঁদে ফেলেন নয় মাসের ওই অন্তঃসত্ত্বা।
পুত্রের সঙ্গে বাংলাদেশ থেকে বীরভূমে ফেরা ওই মহিলার আর্জি, বাড়ির বাকি চার
সদস্যেরও যেন তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা করে দেয় প্রশাসন।
গত জুন মাসে সোনালি-সহ ৬ জনকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে দিল্লি থেকে ধরেছিল পুলিশ। ‘পুশ ব্যাক’ করার সময়েই সোনালি অন্তঃসত্ত্বা ছিলেন। অন্য দিকে, ‘অনুপ্রবেশকারী’ হিসাবে গত ২০ অগস্ট সোনালি-সহ ছ’জনকে ধরে চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ। তার পরে সকলের জায়গা হয় চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে।
ঘটনাক্রমে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের সোনালি এবং তাঁর আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে গত বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশে ফিরিয়ে আনার পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ভারতের নাগরিক কি না, তা যাচাই করার জন্য কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। অবশেষে শুক্রবার ভারত-বাংলাদেশের মালদহ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করানো হয় সোনালি এবং তাঁর নাবালক পুত্রকে। বিএসএফের কার্যালয় হয়ে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় অন্তঃসত্ত্বাকে। তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার পরে শনিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুপুরে বাড়ি পৌঁছোন সোনালি।
বাংলাদেশ থেকে ফেরা সোনালিকে দেখতে বীরভূমের পাইকর এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ। তাঁকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয়েরা। কিছু ক্ষণ বাড়িতে থাকার পর রামপুরহাট মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, সেখানে আর এক দফা শারীরিক পরীক্ষা হবে তাঁর। তবে সোনালির নিজের কথায়, ‘‘আমি ভাল আছি। তেমন কোনও অসুবিধা নেই শরীরে।’’
সোনালিকে তাঁর ঘরে ফেরাতে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লড়াই করেছেন। মহিলার বাড়ি ফেরার পরে তিনি বলেন, ‘‘শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ওঁকে তাড়াতাড়ি বা়ড়ি নিয়ে যাওয়া হবে। সোনালি বিবির এই দীর্ঘ লড়াইয়ের পরে জয় এসেছে। এখনও যাঁরা বাংলাদেশে আটকে, বাড়ি ফিরতে পারেননি, তাঁদের জন্য লড়াই চলবে। ভিন্রাজ্যে বাংলা বলার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা, তার বিরুদ্ধেও তৃণমূল লড়াই জারি রেখেছে।’’