বিশ্ববিদ্যালয়ে লালপুর মহাত্মা গাঁধী কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
পরীক্ষায় নম্বর কম দেওয়া হয়েছে। এই অভিযোগে পুনর্মূল্যায়ণের দাবিতে সরব হলেন হুড়ার লালপুর মহাত্মা গাঁধী কলেজের শিক্ষা বিভাগের পড়ুয়ারা। মঙ্গলবার কলেজের এই বিভাগের বেশকিছু পড়ুয়া সরাসরি পুরুলিয়ায় সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষার পুনর্মূল্যায়ণের দাবিতে বিক্ষোভ দেখালেন।
পড়ুয়াদের অভিযোগ, তাঁরা শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের (সাম্মানিক) ছাত্রছাত্রী। গত ৩০ নভেম্বর প্রথম বর্ষের (পার্ট ১) ফল প্রকাশিত হয়েছে। কিন্তু তাঁদের যা ফল হয়েছে, তা মোটেই সন্তোষজনক নয়। তাঁদের কথায়, ‘‘আমাদের কলেজ থেকে সর্বোচ্চ ৪৩ শতাংশ নম্বর উঠেছে। বেশিরভাগ ছাত্রছাত্রীই নম্বর পেয়েছে ৪০ শতাংশের নীচে। তাঁরা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লেখা আবেদনে তাঁরা জানিয়েছেন, উত্তরপত্রের মূল্যায়ন যথাযথ হয়নি। তাঁরা উত্তরপত্রের পুনর্মূল্যায়ণের দাবি জানিয়েছেন উপাচার্যকে। লালপুর মহাত্মা গাঁধী কলেজের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক মানস দাসও বলেন, ‘‘পড়ুয়ারা যে দাবি তুলেছেন তা সঙ্গত। আমি তাঁদের সঙ্গে একমত।’’ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে বলেন, ‘‘পরীক্ষার ফল নিয়ে সন্তুষ্ট না হলে ছাত্রছাত্রীরা পুর্নমূল্যায়ণের দাবি করতেই পারেন। সেটা বিধির মধ্যেই রয়েছে। সে ক্ষেত্রে আমরা অন্য একজন পরীক্ষককে দিয়ে খাতা দেখাব। তারপরেও ছাত্রছাত্রীরা তথ্য জানার অধিকার আইনে নিজের খাতা নিজেরাই দেখতে পারবেন।’’ তিনি জানান, ছাত্রছাত্রীরা উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। পরীক্ষা নিয়ামকের কাছেও দিয়েছিলেন।