উন্নয়নের সুফল নিয়ে চর্চা

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার নানা অনুষ্ঠান হল পুরুলিয়ায়। ১৯৯৪ সালে রাষ্ট্রসঙ্ঘ ৯ অগস্ট দিনটি আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস হিসাবে ঘোষণা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মানবাজার ও নিতুড়িয়া শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০২:২৯
Share:

নিতুড়িয়ার পথে। মঙ্গলবারের নিজস্ব চিত্র।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার নানা অনুষ্ঠান হল পুরুলিয়ায়। ১৯৯৪ সালে রাষ্ট্রসঙ্ঘ ৯ অগস্ট দিনটি আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস হিসাবে ঘোষণা করে।

Advertisement

এ দিন বান্দোয়ানে ভারত জাকাত পাঠুয়া গাঁওতার উদ্যোগে আলোচনা সভা হয়। বোরো থানার ডাঙ্গরডি গ্রামের মোড়ে আদিবাসী অধিকার মঞ্চ এবং মানবাজার ১ ব্লকে চল্লাহাট প্রাঙ্গণে মাঝি পরগণা মহলের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নিতুড়িয়া থানার সরবড়ি মোড়ে নিতুড়িয়া ল্যাম্পস সোসাইটি ও খেরওয়াল সমম্বয় কমিটির উদ্যোগেও আলোচনা সভা হয়। সেখানে আদিবাসীদের ‘জল, জমি ও অরণ্যের অধিকার’ সুনিশ্চিত করতে আদিবাসীদের একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়। তাতে হাঁটেন স্থানীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, রঘুনাথপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানি। আদিবাসীদের উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থাকলেও বেশির ভাগ আদিবাসীই তার সুফল পাচ্ছেন না বলে বিভিন্ন সভায় অভিযোগ ওঠে। একই সঙ্গে আদিবাসীদের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি ধরে রাখতে শিক্ষার প্রয়োজন বলেও মনে করিয়ে দেওয়া হয়। বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক প্রকল্পগুলির সরলীকরণের কথাও উঠে এসেছে। বক্তারা আদিবাসী সম্প্রদায়ের জল, জমি ও জঙ্গলের অধিকার পাওয়ার দাবিতে একত্রিত হয়ে কাজ করার আর্জিও রাখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন