ভরা সভা থেকে নবান্ন অভিযানের ডাক সূর্যর

বিষ্ণুপুরের রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে জনসভার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হল সিপিএমের কৃষক সংগঠন কৃষকসভার তিন দিনের রাজ্য সম্মেলন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১০
Share:

বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে কৃষকসভার রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। শুক্রবার ছবি তুলেছেন শুভ্র মিত্র।

বিষ্ণুপুরের রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে জনসভার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হল সিপিএমের কৃষক সংগঠন কৃষকসভার তিন দিনের রাজ্য সম্মেলন। জনসভায় দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘যা ভিড় দেখছি, আরও বড় মাঠ খুঁজতে হবে।’’ দৃশ্যত, এ দিনের জনসভায় ভিড় ছিল ভালই। বাসস্ট্যান্ডে প্রায় হাজার দশেক মানুষের জমায়েত হওয়ায় যানজটও হয়।

Advertisement

এ দিনের সভায় নবান্ন অভিযানের ডাক দেয় সিপিএম। কেন্দ্র ও রাজ্যের কৃষিনীতির সমালোচনা করে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘দাদাও ডিজিটাল, উনিও ডিজিটাল। কৃষক বাজার তৈরি হচ্ছে। কিন্তু কোন ফসলের দাম আছে? আত্মহত্যা বেড়েছে চাষিদের।’’ ধানকাটা দেখে নিয়ে নবান্নে যাওয়া হবে বলে তিনি জানান। তার আগে গ্রামে গ্রামে নীচু তলায় সংগঠনকে মজবুত করার ডাক দেন সূর্যকান্ত মিশ্র।

সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য অমিয় পাত্রও বলেন, ‘‘জনসভার চেহারায় বলে দিচ্ছে কৃষকের ক্ষোভ বেড়েছে। ফসলের দাম তাঁরা পাচ্ছেন না। কেনার জায়গায় সরকারের টিকিও দেখা যাচ্ছেনা। তাই এত লোক এসেছে।’’ কৃষকসভার সর্বভারতীয় সভাপতি হান্নান মোল্লা, রাজ্য সম্পাদক অমল হালদার জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষিনীতির বিরোধিতায় কী পদক্ষেপ নেওয়া হবে সেই নিয়েই আলোচনা হবে সম্মেলনে।

Advertisement

সম্মেলনে বড় জমায়েতের ফলে শহরে বেশ কিছুক্ষণ যানজট হয়। এসডিপিও (বিষ্ণুপুর) লাল্টু হালদার জানান, সম্মেলনে আসা বাসগুলি শহরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে সমস্যা বেশ কিছুটা এড়ানো গিয়েছে বলে তাঁর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement