নাবালিকা অপহরণে ধৃত তিন

রামপুরহাট থানা এলাকা থেকে নাবালিকা অপহরণের মামলায় উচ্চ আদালতের নির্দেশে সিআইডি রাজস্থান থেকে তিন জনকে গ্রেফতার করল। ধৃতদের মধ্যে দু’জন মহিলা এবং এক জন প্রৌঢ়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন বলিষ্ঠা যাদব, নিতুদেবী ও চন্দ্রাবতীদেবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০২:৩৪
Share:

প্রতীকী ছবি।

রামপুরহাট থানা এলাকা থেকে নাবালিকা অপহরণের মামলায় উচ্চ আদালতের নির্দেশে সিআইডি রাজস্থান থেকে তিন জনকে গ্রেফতার করল। ধৃতদের মধ্যে দু’জন মহিলা এবং এক জন প্রৌঢ়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন বলিষ্ঠা যাদব, নিতুদেবী ও চন্দ্রাবতীদেবী। ধৃতদের রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করা হলেও তাঁদের আসল বাড়ি বিহারের ছাপড়ার কোপা থানা এলাকায়। এ দিন ধৃতদের রামপুরহাট এসিজেএম আদালতের বিচারক অংশুমান চট্টোপাধ্যায়ের এজলাসে হাজির করানো হয়। মামলার তদন্তকারী অফিসার না আসায় বিচারক ধৃতদের সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। ওই দিন মামলার তদন্তকারী অফিসার কাকলি ঘোষ কুণ্ডুকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন বিচারক।

Advertisement

রামপুরহাট শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে ২০১৬ সালের ১৩ মার্চ ষোল বছরের এক কিশোরীকে ছ’জন দুষ্কৃতী অপহরণ করে বলে অভিযোগ। কিশোরীর বাবা রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মী। পরের দিন নিখোঁজ ডায়েরি করেন তিনি। রামপুরহাট থানা তদন্তের কোনও কিনারা করতে পারেনি, এই অভিযোগে নাবালিকার পরিবার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের দ্বারস্থ হোন। মামলার তদন্তকারী অফিসারের পরিবর্তনের দাবিতে গত বছরের নভেম্বর মাসে উচ্চ আদালতের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। উচ্চ আদালত চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দেন। নাবালিকার বাবার অভিযোগ, ছাপড়ার কোপা এলাকায় একটা জায়গা দখলকে কেন্দ্র করে ঝগড়ার জেরে মেয়েকে রামপুরহাট থেকে অপহরণ করা হয়। তিন জনের গ্রেফতারের পরেও মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি বলে দাবি ওই নাবালিকার বাবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন