TMC

অনুব্রত গড়ে ভাঙন, তৃণমূল কাউন্সিলর দল ছাড়লেন বোলপুরে

তৃণমূল ছাড়ার কথা জানিয়েছেন বোলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেলী রায়। তাঁর স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর তমোজিত রায়ও বুধবার তৃণমূল ছাড়ার ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৯:৪০
Share:

তৃণমূল ছাড়লেন বোলপুরের কাউন্সিলর। - নিজস্ব চিত্র

অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুরে তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন বোলপুরের এক কাউন্সিলার। বুধবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাড়ার কথা জানিয়েছেন বোলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেলী রায়। তাঁর স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর তমোজিত রায়ও বুধবার তৃণমূল ছাড়ার ঘোষণা করেন।

Advertisement

দু'বারের কাউন্সিলর তমোজিত প্রথমবার ২০১০ সালে তৃণমূলের টিকিটে বোলপুর পুরসভা নির্বাচনে জেতেন। তমোজিত জানিয়েছেন,‌ জেলা নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ার কারণেই সস্ত্রীক দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারও নাম না করেই তমোজিত বলেন, "মাঝ রাতে আমায় ফোনে হুমকি দেওয়া হচ্ছে। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে।" প্রসঙ্গত, তমোজিতকে বরাবরই জেলায় অনুব্রত বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত বোলপুর পুরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান সুশান্ত ভগতের অনুগামী বলে মনে করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন