পুরুলিয়ায় পথে তৃণমূল
TMC

ধিক্কার মিছিল করে পথসভা

এ দিন দুপুরে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন মোড় থেকে মিছিল শুরু হয়। হাসপাতাল মোড়, পোস্টঅফিস মোড়, চকবাজার, মধ্যবাজার, নামোপাড়া, স্টেশনমোড়, নীলকুঠিডাঙা হয়ে ফের ট্যাক্সিস্ট্যান্ডে ফিরে শেষ হয় মিছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৫
Share:

পুরুলিয়া শহরে তৃণমূলের মিছিলে। নিজস্ব চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে দেবী দুর্গাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে পুরুলিয়া শহরের পথে নামল তৃণমূল। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপরে পুলিশি জুলুমের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। এ দিন শহর জুড়ে ধিক্কার মিছিলের পরে বিকেলে ট্যাক্সিস্ট্যান্ডে একটি সভাও করা হয়েছে।

Advertisement

এ দিন দুপুরে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন মোড় থেকে মিছিল শুরু হয়। হাসপাতাল মোড়, পোস্টঅফিস মোড়, চকবাজার, মধ্যবাজার, নামোপাড়া, স্টেশনমোড়, নীলকুঠিডাঙা হয়ে ফের ট্যাক্সিস্ট্যান্ডে ফিরে শেষ হয় মিছিল। ছিলেন দলের জেলা কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো, তৃণমূলের সংখ্যালঘু শাখার নেতা সামিমদাদ খান, শহর সভাপতি বিভাসরঞ্জন দাস, বৈদ্যনাথ মণ্ডল, দিব্যজ্যোতি প্রসাদ সিংহ দেও, শহর মহিলা সভানেত্রী মৌসুমী ঘোষ, জেলা পরিষদের দলনেতা হলধর মাহাতো প্রমুখ।

সুজয়বাবু বলেন, ‘‘দেবী দুর্গাকে ঘিরে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। দুর্গাপুজো আমাদের মিলনের উৎসব। বিজেপি বাঙালির সংস্কৃতি বদলে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সেই অপচেষ্টা মেনে নেবেন না।’’ তাঁর অভিযোগ, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপরে দমন-পীড়ন চালানো হচ্ছে। সুজয়বাবু বলেন, ‘‘একের পর এক কৃষকের মৃত্যু হচ্ছে, তবুও কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। অন্য দিকে, কৃষকদের স্বার্থরক্ষা হবে বলে মিথ্যের ফানুস ওড়ানো হচ্ছে। এর প্রতিবাদেই আগামী ভোটে খেলা হবে। নিয়মরক্ষার খেলা নয়, যথেষ্ঠ চিত্তাকর্ষক খেলাই হবে। আমরা
দল সাজাচ্ছি।’’

Advertisement

এ দিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভানেত্রী নিয়তি মাহাতো বলেন, ‘‘দেবী দুর্গাকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি যে অবমাননাকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে গোটা পুরুলিয়া বিধানসভা এলাকার মহিলাকর্মীরা রাস্তায় নেমেছেন। মহিষাসুর যুদ্ধে নারীশক্তির প্রকাশ দেখেছিল। বাংলার নারীশক্তিও বিজেপিকে সে ভাবেই জবাব দেবে।’’

বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘দিলীপবাবু কী বলেছেন আমি নিজে শুনিনি। যা বলেছেন, উনি নিশ্চয় তার ব্যাখ্যা দেবেন। কিন্তু তৃণমূল কোন মুখে প্রতিবাদ জানাতে রাস্তায় নামছে? সম্প্রতি তো রাজ্য তৃণমূলের এক নেতা সীতা সম্পর্কে এই জেলায় এসেই অবমাননাকর মন্তব্য করে গিয়েছেন। সেই মন্তব্যের পরে হাততালিও পড়েছে।’’ তাঁর সংযোজন, ‘‘কৃষি আইন নিয়ে যখন সংসদে আলোচনা হচ্ছে, তখন তৃণমূলের নেতারা সেখানে গরহাজির ছিলেন। সে দিন বকলমে এই আইনকে সমর্থন করে আজ তাঁরা মানুষকে ভুল
বোঝাতে আসছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন