পুরভোটে বিশৃঙ্খলা এড়াতে বোলপুরে সভা

পুরভোটে শহরে বিশৃঙ্খলা এড়াতে এবং ভোটের বিধিনিষেধ নিয়ে একটি বৈঠক করলেন বোলপুরের মহকুমাশাসক তথা পুরভোটের রিটার্নিং অফিসার মলয় হালদার। বৈঠকে ছিলেন প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুথের দলীয় এজেন্ট-সহ প্রশাসনের কর্তারা। আলোচনায় হাজির ছিলেন বোলপুরের পুরভোটের পর্যবেক্ষক প্রেমানন্দ মণ্ডল, এসডিপিও অম্লান কুসুম ঘোষ, বিডিও তথা সহকারী রিটার্নিং অফিসার শমীক পাণিগ্রাহী প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৫ ০১:০২
Share:

চলছে বৈঠক। সোমবার তোলা নিজস্ব চিত্র।

পুরভোটে শহরে বিশৃঙ্খলা এড়াতে এবং ভোটের বিধিনিষেধ নিয়ে একটি বৈঠক করলেন বোলপুরের মহকুমাশাসক তথা পুরভোটের রিটার্নিং অফিসার মলয় হালদার। বৈঠকে ছিলেন প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুথের দলীয় এজেন্ট-সহ প্রশাসনের কর্তারা। আলোচনায় হাজির ছিলেন বোলপুরের পুরভোটের পর্যবেক্ষক প্রেমানন্দ মণ্ডল, এসডিপিও অম্লান কুসুম ঘোষ, বিডিও তথা সহকারী রিটার্নিং অফিসার শমীক পাণিগ্রাহী প্রমুখ। নির্বাচনের ভারপ্রাপ্ত আধিকারিকেরা ভোটের নানা বিধি নিয়ে আলোচনা করেন।

Advertisement

মনোনয়নের দিন থেকেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, ভয় দেখানো ও হুমকির অভিযোগ উঠছে। দক্ষিণ পন্থী দলগুলি পুরভোট নিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করলেও এখনও পযর্ন্ত বামেদের পক্ষ থেকে তেমন কোনও অভিযোগ কোথাও জমা প়ড়েনি। শাসক দলের পক্ষ থেকে যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া এবং তাদেরকে উৎসাহ দিতে, বোলপুর মহকুমা শাসকের দফতরে হাজির ছিলেন তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। শহরের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

পুরভোটের সভা, সমিতি, মিটিং-মিছিল করার জন‌্য প্রয়োজনীয় পুলিশ ছাড়পত্র নেওয়ার কথা বলেন নির্বাচনের আধিকারিকেরা। কোন কোন দেওয়ালে লেখা যাবে, কোন জায়গায় দলীয় পতাকা, প্রার্থীদের নাম বিষয়ক প্রচার কর্মসূচী ফ্লেক্স, পোস্টার, ব্যানার এবং হোডিং দেওয়া যাবে না সে নিয়েও বিস্তর আলোচনা হয়। সোমবারের সর্বদলীয় বৈঠকে শমীকবাবু বলেন, ‘‘ভোটের নিয়ম-নীতি, বিধি-নিষেধ নিয়ে আলোচনা করতে সমস্ত প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হয়েছিল।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন