ছাতনায় উপপ্রধানকে সাসপেন্ড করল তৃণমূল

দল বিরোধী কাজ করার অভিযোগে বাঁকুড়ার ছাতনা ১ গ্রাম পঞ্চায়েতের দলীয় উপ-প্রধানকে তিন বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। বুধবার বাঁকুড়ায় দলীয় কার্যালয়ে বসে এ কথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি অরূপ খাঁ। তিনি বলেন, “দল বিরোধী নানা কাজের অভিযোগ উঠেছিল উপপ্রধান তথা তৃণমূল কর্মী বঙ্কিম মিশ্রের বিরুদ্ধে। আমরা তাঁকে শো-কজ করেছিলাম। উনি যথাযথ উত্তর দিতে পারেননি। তাই শেষ পর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় ভাবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৮
Share:

দল বিরোধী কাজ করার অভিযোগে বাঁকুড়ার ছাতনা ১ গ্রাম পঞ্চায়েতের দলীয় উপ-প্রধানকে তিন বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। বুধবার বাঁকুড়ায় দলীয় কার্যালয়ে বসে এ কথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি অরূপ খাঁ। তিনি বলেন, “দল বিরোধী নানা কাজের অভিযোগ উঠেছিল উপপ্রধান তথা তৃণমূল কর্মী বঙ্কিম মিশ্রের বিরুদ্ধে। আমরা তাঁকে শো-কজ করেছিলাম। উনি যথাযথ উত্তর দিতে পারেননি। তাই শেষ পর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় ভাবে।’’

Advertisement

অরূপবাবু এ কথা ঘোষণা করলেও সুনির্দিষ্ট ভাবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে বঙ্কিমবাবুকে সাসপেন্ড করা হল, তা খোলসা করেননি। ছাতনার বিধায়ক শুভাশিস বটব্যালের বিরুদ্ধ গোষ্ঠীর লোক হিসেবেই পরিচিত বঙ্কিমবাবু। তাঁর স্ত্রী মৌসুমী মিশ্র ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি। তবে, এই সাসপেনশনের পিছনেও দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের সমীকরণ কাজ করেছে বলে তৃণমূলের একাংশ জানাচ্ছেন। দলীয় সূত্রের খবর, শুভাশিসবাবুর বিরুদ্ধে ছাতনায় দলের একটা অংশকে উস্কানোর পাশাপাশি রাজ্য নেতাদের কাছেও লিখিত ভাবে শুভাশিসবাবুর বিরুদ্ধে অভিযোগ জানানোর অভিযোগ ওঠে বঙ্কিমবাবুর বিরুদ্ধে। ঘটনাটিকে ভাল চোখে দেখেননি জেলা তৃণমূল নেতৃত্ব। রাজ্যের কাছে বঙ্কিমবাবুর বিরুদ্ধে লিখিত ভাবে জানানো হয়। সেখান থেকে নির্দেশ আসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জেলা। এ দিন বঙ্কিমবাবুকে সাসপেন্ড করার কথা ঘোষণা করার সময় অরূপবাবুর পাশেই ছিলেন বিধায়ক শুভাশিসবাবু। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তিনি। শুভাশিসবাবু বলেন, “যা বলার জেলা সভাপতি বলেছেন। তার পর আমার আর কিছু বলার নেই।’’

তবে, শাস্তির কথা জেনে বঙ্কিমবাবুর গলায় ক্ষোভ ঝরে পড়েছে। তিনি বলেন, “আমি হতবাক। কী এমন দল বিরোধী কাজ করলাম, তাই বুঝে উঠতে পারছি না আমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমি বিশ্বাসী। কোনও অনৈতিক কাজ আমি করিনি।’’ বাঁকুড়ায় অবশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। তবে, এত দিন জেলা নেতৃত্বকে সে ভাবে পদক্ষেপ করতে দেখা যায়নি। বঙ্কিমবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে জেলা তৃণমূলের এক নেতা বললেন, “কয়েকটি ক্ষেত্রে এই ধরনের কড়া পদক্ষেপ করলে গোষ্ঠীদ্বন্দ্বে কিছুটা হলেও লাগাম পড়বে বলে আমাদের আশা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন