জখম তৃণমূল কর্মী

পুরভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে গণ্ডগোলে মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। হামলার ঘটনায় নাম জড়াল বিজেপি প্রার্থীর। বীরভূমের সাঁইথিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লিতে শুক্রবার রাতের ঘটনা। তৃণমূলের অভিযোগ, তাদের লেখা দেওয়ালের উপর বিজেপির কর্মীরা লেখার চেষ্টা করছিলেন। বাধা দেওয়ায় বিজেপির লোকজন লাঠি মেরে এক তৃণমূল কর্মীরা মাথা ফাটিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৫ ০০:১৮
Share:

পুরভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে গণ্ডগোলে মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। হামলার ঘটনায় নাম জড়াল বিজেপি প্রার্থীর।

Advertisement

বীরভূমের সাঁইথিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লিতে শুক্রবার রাতের ঘটনা। তৃণমূলের অভিযোগ, তাদের লেখা দেওয়ালের উপর বিজেপির কর্মীরা লেখার চেষ্টা করছিলেন। বাধা দেওয়ায় বিজেপির লোকজন লাঠি মেরে এক তৃণমূল কর্মীরা মাথা ফাটিয়ে দেয়। পার্থসারথি চট্টোপাধ্যায় নামে ওই তৃণমূল কর্মীকে সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের বিদায়ী পুরপ্রধান তথা ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিপ্লব দত্তের অভিযোগ, “রাত ৮টায় আমাদের কর্মী প্রার্থীসারথি দেওয়াল লিখলেন চুনকাম করছিলেন। সেই সময় ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় মুখোপাধ্যায়-সহ তিনজন সেখানে হামলা চালায়। রড দিয়ে তারা আমাদের ওই কর্মীর মাথা ফাটিয়ে দেয়। পুলিশের কাছে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।” তাঁর অভিযোগ, এই ধরনের ছোটখাটো গোলামাল পাকিয়ে বিজেপি এলাকায় তৃণমূল কর্মীদের বড় গোলমাল পাকাতে উস্কানি দিচ্ছে। তবে তৃণমূল কর্মীরা সংযমের পরীক্ষা দিচ্ছেন। তাঁরা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না।

যদিও বিজেপি নেতৃত্ব হামলার অভিযোগ মানতে চাননি। উল্টে তাঁদের পাল্টা অভিযোগ, শাসকদলের লোকজন বিজেপি-রই দেওয়াল লেখা মুছে দিচ্ছেন। সাঁইথিয়া শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরলেই তা পরিষ্কার। তবুও বিজেপি কর্মীরা মুখ বুজে সব সহ্য করছেন। বিজেপির স্থানীয় নেতা কাশীনাথ মণ্ডল দাবি করেন, “আমাদের অনেক প্রার্থীকেই তৃণমূলের লোকেরা ভোট থেকে সরে দাঁড়ানোর জন্য নানা ভাবে হুমকি দিচ্ছে। এমনকী কাউকে কাউকে টাকার প্রলোভনও ওরা দিচ্ছে। সঞ্জয়কেও ওরা টাকার প্রলোভন দেখিয়েছিল। তিনি রাজি না হওয়ায় এখন ওঁকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।”

Advertisement

তিনি জানান, এ ব্যাপারে তাঁরা পুলিশে অভিযোগ জানাবেন। সঞ্জয়বাবুও দাবি করেছেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কী ভাবে মাথা ফেটেছে জানি না।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন