দুঘর্টনায় মৃত্যু, ক্ষোভে ভাঙচুর

লরির ধাক্কায় কাউন্সিলরের স্বামীর মৃত্যুতে ক্ষোভ ছড়াল বিষ্ণুপুরে। বুধবার বিকেলে শহরের কাটানধার এলাকায় বাইপাসে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বিশ্বজিৎ ক্ষেত্রপাল (২৫)। পেশায় জনমজুর বিশ্বজিৎবাবু ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাখী ক্ষেত্রপালের স্বামী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ০১:১৭
Share:

বিষ্ণুপুরে কাউন্সিলরের স্বামীকে চাপা দেওয়ার পরে উল্টে গেল ট্রাক।—নিজস্ব চিত্র।

লরির ধাক্কায় কাউন্সিলরের স্বামীর মৃত্যুতে ক্ষোভ ছড়াল বিষ্ণুপুরে। বুধবার বিকেলে শহরের কাটানধার এলাকায় বাইপাসে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বিশ্বজিৎ ক্ষেত্রপাল (২৫)। পেশায় জনমজুর বিশ্বজিৎবাবু ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাখী ক্ষেত্রপালের স্বামী। লরিটি বালি নিয়ে জয়পুরের দিকে যাচ্ছিল। কাজ সেরে হেঁটে বাড়ি ফেরার পথে লরিটি তাঁকে ধাক্কা মেরে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে গিয়ে কাত হয়ে যায়। তখনই এলাকার মানুষ হইহই করে ছুটে গিয়ে লরিটি ভাঙচুর চালায়। চালককেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মৃতের দাদা অজিত ক্ষেত্রপাল বলেন, “ভাই কুলির কাজ করে সংসার চালাত। তার এক বছরের একটি ছেলেও রয়েছে। এখন কী করে সংসার চলবে সেটাই চিন্তার।” ঘটনার পর কান্নায় ভেঙ্গে পড়েছেন রাখীদেবী। তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। খবর পেয়ে তাঁর কাটানধারের বাড়িতে গিয়েছিলেন বিষ্ণুপুরের পুরপ্রধান তথা রাজ্যের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কাউন্সিলর রবিলোচন দে, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শ্যামবাবু বলেন, “এটি নিছকই দুর্ঘটনা। তবে ওই পরিবারে বিশ্বজিৎ-ই ছিলেন একমাত্র রোজগেরে ছিলেন। তাই রাখীদেবীর চাকরির চেষ্টা করা হবে।” পুলিশ জানিয়েছে, ওই লরি চালকের নাম সুমন গোস্বামী। ঝাড়খণ্ডের দেওঘরে তাঁর বাড়ি। কিছুটা সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। লরিটি আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন