প্রাণে বাঁচলেন শ্রমিক

রাতভর বৃষ্টির মধ্যে ক্যাম্পে আটকে ছিলেন নির্মাণ সংস্থার এক শ্রমিক। শেষ পর্যন্ত গ্রামবাসীর তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন তিনি। কাশীপুর থানা এলাকার কালিদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলিয়া জোড়ের চেকড্যামের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০০:৫১
Share:

রাতভর বৃষ্টির মধ্যে ক্যাম্পে আটকে ছিলেন নির্মাণ সংস্থার এক শ্রমিক। শেষ পর্যন্ত গ্রামবাসীর তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন তিনি। কাশীপুর থানা এলাকার কালিদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলিয়া জোড়ের চেকড্যামের ঘটনা।

Advertisement

এই এলাকায় ছেলিয়া জোড়ে চেকড্যাম তৈরির কাজ চলছে। ঝাড়খণ্ডের জামতাড়া জেলার পুণ্ডাহিত থানা এলাকার গিরিধারী লায়েক নামে এক ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার হয়ে এই কাজ দেখভাল করছেন। রবিবার রাতে তিনি জলাধার লাগোয়া সংস্থার অস্থায়ী ক্যাম্প অফিসে ছিলেন। গিরিধারীর কথায়, ‘‘রবিবার রাত থেকে জোর বৃষ্টি শুরু হয়। হঠাৎ দেখি জলাধারের জল বাড়ছে। আর নামতে সাহস করিনি।’’

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিকে টানা বৃষ্টিতে জলাধারে জলও বাড়তে থাকে। উদ্ধারের কোন উপায় না দেখে তাঁরা স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে খবর দেন। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া তখন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর যায় বিপর্যয় ব্যবস্থাপন দফতরেও। তবে হাত গুটিয়ে বসে ছিলেন না গ্রামবাসী। তাঁরা প্রবল বৃষ্টির মধ্যেই মোটা দড়ি জোগাড় করে গিরিধারীকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। কালিদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মণ্ডল, স্থানীয় বাসিন্দা জিতেন টুডুরা জানান, ওই এলাকায় তখন পঞ্চাশ-ষাট মিটার জল! এ দিকে আর কারও দেখা নেই। উত্তমবাবু বলেন, ‘‘ঝুঁকি নিয়েই দড়ি ছুঁড়ে দিই। তারপরে অনেকে মিলে কোনও মতে ওঁকে উদ্ধার করা হয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন