রাজ্যের শিরোপ জবলা মহিলা সমিতিকে

মানবাজার-পুরুলিয়া রাস্তা ধারে জবলা গ্রামে কাছে জবলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিস। তার একটি অংশে জবলা আদর্শ মহিলা সমিতির সেলাইয়ের প্রশিক্ষণ চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৮:০০
Share:

সেরার শংসাপত্র। নিজস্ব চিত্র

স্বয়ম্ভর গোষ্ঠী বিভাগে রাজ্যের মধ্যে প্রথম হয়ে ‘সমবায় রত্ন’ খেতাব পেল পুরুলিয়ার মানবাজারের জবলা আদর্শ মহিলা সমিতি। সম্প্রতি কলকাতায় সমবায় দফতর সমিতির হাতে পুরস্কার তুলে দিয়েছে। ‘প্রাথমিক সমবায় কৃষি উন্নয়ন সমিতি’ বিভাগে রাজ্যে সেরা হয়েছে এই জেলারই জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি।

Advertisement

মানবাজার ১ ব্লকের সমবায় আধিকারিক বিশেষ বসু বলেন, ‘‘সেল্ফ হেল্প গ্রুপে রাজ্যে প্রথম হয়েছে তিনটি মহিলা সমিতি। তার মধ্যে একটি জবলা গ্রামের।’’ মানবাজার-পুরুলিয়া রাস্তা ধারে জবলা গ্রামে কাছে জবলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিস। তার একটি অংশে জবলা আদর্শ মহিলা সমিতির সেলাইয়ের প্রশিক্ষণ চলে। সেই কাজের সূত্রেই পুরস্কার বলে জানা গিয়েছে। মহিলা সমিতির সদস্য শেফালি মাহাতো, সরুবালি মাহাতো, ভবানী মাহাতোরা বলেন, ‘‘আমাদের সেলাই করা পোশাকের প্রদর্শনী হয়েছিল। আগে জেলা স্তরে কাজের প্রশংসা পেয়েছি। এ বার রাজ্যে সেরা হতে পেরে খুব ভাল লাগছে।’’

জবলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক অনিল মাহাতো বলেন, ‘‘১৯৭৪ সাল থেকে আমাদের সমিতির কাজ শুরু হয়েছে। জেলার কৃষি বিজ্ঞানীদের সংগঠন ‘সাটসা’ সদস্যদের কৃষি সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে। এখান থেকে স্বীকৃত বীজ ধান চাষিদের সরবরাহ করা হয়।’’ তিনি জানান, ২০০২ সাল থেকে মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা শুরু হয়েছিল। গোপালনগর, জিতুঝুড়ি, কামতা-জাঙ্গিদিরি, ভালুবাসার কিছু এলাকা আর বামনি-মাঝিহিড়ার কয়েকটি এলাকার মহিলাদের নিয়ে স্বনির্ভর দল গঠন শুরু হয়। তিনি বলেন, ‘‘আমাদের সমিতি থেকে অনেকেই কেচাপ, আচার, মাশরুম, কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। কয়েক মাস হল সেলাইয়ের তালিম দেওয়া হচ্ছে।’’

Advertisement

আগামী দিনে সদস্যদের সেলাই করা পোশাকের বিপণন কেন্দ্র খোলার জন্যে ব্লক প্রশাসনের কাছে আর্জি করা হবে বলে জানান অনিলবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement