Women Harassed

Women Harassed: ছাত্রীদের উত্ত্যক্ত করার নালিশ, পড়ুয়া-‘বহিরাগত’ গোলমাল 

কলেজের আবাসিক ছাত্রীদের অনেকের অভিযোগ, প্রায়ই বহিরাগত কিছু যুবক যখন-তখন কলেজ চত্বরে ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ০৭:১৩
Share:

তিন বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে টিউবওয়েল। তাই জলের কষ্টে ভুগছেন তাঁরা, অভিযোগ বাঁকুড়া ২ ব্লকের মগড়া গ্রামের বাসিন্দাদের। নিজস্ব চিত্র।

কলেজ চত্বরে বহিরাগতেরা ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করেছে, এই অভিযোগকে কেন্দ্র করে গোলমাল বাধল বিষ্ণুপুরে। রবিবার দুপুরে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের সঙ্গে বহিরাগতদের মারপিট বেধে যায়। তিন আবাসিক ছাত্র আহত হন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। কলেজের হস্টেল কর্তৃপক্ষ জানান, নিরাপত্তার বিষয়ে পুলিশকে
জানানো হয়েছে।

Advertisement

কলেজের আবাসিক ছাত্রীদের অনেকের অভিযোগ, প্রায়ই বহিরাগত কিছু যুবক যখন-তখন কলেজ চত্বরে ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। রবিবারও তেমন ঘটনা ঘটে। তখন আবাসিক ছাত্রীরা পাশে বন্ধুদের হস্টেলে খবর দেন। পড়ুয়াদের অভিযোগ, সেই হস্টেল থেকে কয়েক জন এসে বহিরাগত যুবকদের চলে যেতে বলে। তখন তারা নিজেদের ‘স্থানীয়’ বলে জানায় ও হুমকি দেয়। এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বেধে যায়।

আবাসিক ছাত্রছাত্রীদের একাংশের দাবি, বহিরাগত এক জনকে ধরে ফেলেন হস্টেলের ছাত্রেরা। তাকে ছাড়াতে বেশ কয়েক জন বহিরাগত ফের কলেজ চত্বরে আসে। তাদের সঙ্গে গোলমালে আহত হন তিন আবাসিক ছাত্র। কারও চোখে, কারও কপালে আঘাত লাগে। তাঁদের বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয় বলে কলেজ সূত্রের খবর।

Advertisement

গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। তিন জন বহিরাগতকে আটক করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও হস্টেলের ছাত্রীদের অভিযোগ, তাঁরা আতঙ্কে আছেন। পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে কয়েক জন ছাত্রী জানান, কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা বন্ধ না হলে, এই ধরনের ঘটনা আবার ঘটবে।

কলেজের ছাত্রী হস্টেলের সুপার অভিজিৎ সমাদ্দার বলেন, ‘‘ছুটির দিন বলে বাড়িতে ছিলাম। গোলমালের খবর পেয়ে ছুটে যাই। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশে খবর দেওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এমন ঘটনা নিন্দনীয়। নিরাপত্তার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement