আদ্রায় যুবক খুন

ফের খুন আদ্রায়। রেল শহরে মঙ্গলবার রাতে খুন হয়েছেন এক যুবক। পুলিশ জানিয়েছে, নিহতের নাম প্রকাশ মুখি (২৮)। বাড়ি আদ্রার সেবানগরে। রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিহতের বাড়ির অদূরেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০১:০৬
Share:

ফের খুন আদ্রায়। রেল শহরে মঙ্গলবার রাতে খুন হয়েছেন এক যুবক। পুলিশ জানিয়েছে, নিহতের নাম প্রকাশ মুখি (২৮)। বাড়ি আদ্রার সেবানগরে। রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিহতের বাড়ির অদূরেই।

Advertisement

গত ১৯ জুলাই আদ্রা স্টেশন সংলগ্ন এলাকায় খুন হয়েছিলেন পিন্টু দে নামের এক যুবক। দুই আততায়ী মোটরবাইকে এসে গুলি করে খুন করে করেছিল তাঁকে। ওই ঘটনার তিন সপ্তাহের মধ্যেই ফের খুন। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপাতত এক জনকে আটক করা হয়েছে। তার বাড়িও সেবানগর এলাকায়। তাকে জেরা করা হচ্ছে।

নিহতের পরিবার সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে আড্ডা দিতে বেরিয়েছিলেন প্রকাশ। ছেলের সঙ্গে কয়েক জনের বিবাদ হয়েছে খবর পেয়ে রাতে প্রকাশকে খুঁজতে বেরিয়েছিলেন তাঁর বাবা মুন্না মুখি ও মা সাদমাদেবী। তখন বাড়ি থেকে কিছুটা দূরেই রক্তাক্ত অবস্থায় প্রকাশকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সাদমাদেবী বুধবার বলেন, ‘‘ছেলেকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে পড়শিদের সাহায্য চাইলেও সে ভাবে কেউ এগিয়ে আসেনি। পরে পুলিশকে খবর দিয়েছিলাম।” পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুববকে আদ্রা রেল হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে অবশ্য মৃত্যু হয়েছিল প্রকাশের। পুলিশ জানিয়েছে, লোহার রড বা শাবল জাতীয় কিছু দিয়ে প্রকাশের মাথায়, মুখে একাধিক বার আঘাত করে খুন করা হয়েছে। এ দিন সকালে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ পুলিশের কাছে দায়ের করেন মু্ন্নাবাবু। পুলিশের দাবি, অভিযুক্তেরা পলাতক। রঘুনাথপুরের এসডিপিও পিনাকী দত্ত বলেন, ‘‘খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। খুনের পিছনে পুরনো বিবাদ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement