সাঁইথিয়ায় ‘কন্যাশ্রী’দের অনুষ্ঠান।
সাঁইথিয়া ব্লক প্রশাসনের উদ্যোগে ও সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে কলেজের সভাকক্ষে কন্যাশ্রী প্রকল্পে কে-২ সুবিধাভোগীদের নিয়ে একটি কেরিয়ার কনসালটেন্সি পোগ্রাম হল। ছিলেন সাঁইথিয়া ব্লকের সভাপতি সোমনাথ সাধু, বিডিএমও চিন্ময় চট্টোপাধ্যায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ণব রায় চৌধুরী, সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত-সহ আরো অনেকে। চিন্ময়বাবু বলেন ‘‘কিছুদিন আগে জেলা ভিত্তিক একটি সার্ভে করে জানা গিয়েছে কন্যাশ্রী প্রকল্পে কে-২ সুবিধাভোগী আঠারো বছরের মেয়েরা যখন পঁচিশ হাজার টাকা পাচ্ছেন, তখন সেই টাকা তাঁদের নিজের পায়ে দাঁড়াবার পরিবর্তে তাঁদের অভিভাবকরা বিয়ের জন্য খরচ করে দিচ্ছেন। সেই টাকাতে যাতে কেউ উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের জন্য, অথবা নিজেরাই ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন তার জন্য এই কেরিয়ার কনসালটেন্সি অনুষ্ঠান।’’