অধ্যাপক ও অশিক্ষক কর্মচারীরা নির্দিষ্ট সময়ে না আসায় পঠনপাঠনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ তুলে কলেজের দরজায় তালা ঝোলালো টিএমসিপি। শুক্রবার ওন্দা থানা মহাবিদ্যালয়ের ঘটনা। ঘণ্টাখানেক বিক্ষোভের পর তালা খুলে দেওয়া হয়। ওই কলেজের ছাত্রসংসদের সাধারণ সম্পাদক সুনীল ঘোষের অভিযোগ, কলেজে এখন দ্বিতীয় বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। রোজ বেলা ১১টা থেকে সেই কাজ শুরু হওয়ার কথা। কিন্তু অফিসের কর্মীরা আসেন দুপুর ১টার পরে। কাজ শুরু হতে হতে আরও দেরি হয়ে যায়। অধ্যাপকেরাও নির্দিষ্ট সময়ে ক্লাসে আসেন না বলে তাঁর অভিযোগ। কলেজের অধ্যক্ষা কাকলি ঘোষ সেনগুপ্ত বলেন, “আমি কলেজের কাজে বাইরে এসেছি। এর আগেও পড়ুয়ারা অভিযোগ করেছিল। ফিরে বিষয়টি দেখব।’’