কলাভবনে ফের নিগ্রহের নালিশ অন্য এক ছাত্রীর

কলাভবনে ভিন্ রাজ্যের এক ছাত্রীর নির্যাতন কাণ্ডের তদন্ত শুরু হতে না হতেই, ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল সেই কলাভবনেরই আর এক ছাত্রের বিরুদ্ধে। রবিবার স্নাতক স্তরের তৃতীয় বর্ষের এক ছাত্রী সিনিয়র এক ছাত্রের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হুমকির অভিযোগ আনলেন। ঘনিষ্ঠদের কাছে ওই ছাত্রী জানিয়েছেন, সম্প্রতি কলাভবনের অধ্যক্ষের কাছে ভিন্ রাজ্যের এক ছাত্রীর যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করার ঘটনা থেকে সাহস সঞ্চয় করে তিনি অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৪
Share:

শান্তিনিকেতন চত্বরে কলাভবনে ছাত্রী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পড়েছে পোস্টার। —নিজস্ব চিত্র

কলাভবনে ভিন্ রাজ্যের এক ছাত্রীর নির্যাতন কাণ্ডের তদন্ত শুরু হতে না হতেই, ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল সেই কলাভবনেরই আর এক ছাত্রের বিরুদ্ধে। রবিবার স্নাতক স্তরের তৃতীয় বর্ষের এক ছাত্রী সিনিয়র এক ছাত্রের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হুমকির অভিযোগ আনলেন। ঘনিষ্ঠদের কাছে ওই ছাত্রী জানিয়েছেন, সম্প্রতি কলাভবনের অধ্যক্ষের কাছে ভিন্ রাজ্যের এক ছাত্রীর যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করার ঘটনা থেকে সাহস সঞ্চয় করে তিনি অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

তৃতীয় বর্ষের ওই ছাত্রী অবশ্য কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানার কাছে অভিযোগ করেননি। বিশ্বভারতীর অন্দরের খবর, ভিন্ রাজ্যের ছাত্রীটির থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেও কলাভবন কর্তৃপক্ষ প্রতিকারে তেমন উদ্যোগী হননি বলে মনে করছেন তৃতীয় বর্ষের ওই ছাত্রী। তাই তিনি সরাসরি চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধের জন্য গঠিত ‘বিশাখা কমিটি’-র কাছে। সোমবার অভিযোগ পেয়েই তড়িঘড়ি জরুরি কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে বিশাখা কমিটি। ওই ছাত্রী এবং অভিযুক্ত ছাত্রের সঙ্গেও কথাবার্তা বলেন কমিটির সদস্যরা। অভিযুক্ত ছাত্রকে দিনই সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে।

পরপর যৌন নির্যাতনের ঘটনা সামনে আসার প্রেক্ষিতে সোমবার বিশ্বভারতীর ভিন্ রাজ্যের ছাত্রছাত্রীদের একাংশকে গৌর প্রাঙ্গণে একটি বৈঠক করতে দেখা যায়। ক্যাম্পাসের নানা জায়গায় কর্তৃপক্ষের ‘সালিশি’ সভা বন্ধের দাবিতে পোস্টার পড়ে। তবে বিশ্বভারতীর কোনও মুখপাত্রকেই এ দিন বারবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

Advertisement

এ দিন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রণব মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রতিনিধি সুশোভন বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ভিন্ রাজ্যের প্রথম বর্ষের ছাত্রীর অভিযোগটির বিষয়ে জানতে চান, বলে জানান সুশোভনবাবু। “যতটুকু জানি, জানিয়েছি,” বলেন তিনি।

গত মঙ্গলবার কলাভবনের প্রথম বর্ষের ছাত্রী, এক তরুণী তাঁর সিনিয়র তিন সহপাঠীর বিরুদ্ধে যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের লিখিত অভিযোগ দেন কলাভবনের অধ্যক্ষকে। শনিবার বিশ্বভারতী কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করলে তিন অভিযুক্তকে ধরে পুলিশ। সোমবার তদন্তকারী অফিসার শান্তিনিকেতনের হাতিপুকুর লাগোয়া একটি হস্টেলে ধৃত তিন ছাত্রের ঘর থেকে একটি ক্যামেরা, সিডি, মোবাইল উদ্ধার করেছে। আশপাশের কয়েকটি ঘরের ছাত্রদের সঙ্গেও কথা বলেন তিনি। এসডিপিও (বোলপুর) সূর্যপ্রতাপ যাদব বলেন, “মঙ্গলবার ওই ছাত্রীর ও তাঁর পরিবারের বোলপুরে আসার কথা। এলে, তদন্তের জন্য তাঁদের বয়ান রেকর্ড করা হবে।” পুলিশ সূত্রে খবর, ঘটনা জেনে হাসপাতালে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যান অধ্যক্ষ শিশিরবাবু। তাই সোমবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, অতীতে ছাত্রী এবং মহিলাকর্মীদের যৌন নিগ্রহের ঘটনার বিশ্বভারতী কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছিলেন, তার নথি দেখতে চেয়েছে পুলিশ। ভিন্ রাজ্যের ছাত্রীর অভিযোগ কেন পুলিশকে জানাতে দেরি করল বিশ্বভারতী, এই সময়ের মধ্যে কোনও তথ্য-প্রমাণ লোপাট করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে তারা।

তৃতীয় বর্ষের ছাত্রীর দায়ের করা শ্লীলতাহানির অভিযোগ সম্পর্কে অবশ্য এখনও জানে না জেলা পুলিশ। এ দিন কলাভবন সূত্রে জানা গিয়েছে, নোট দেওয়ার নাম করে নিজের ঘরে ডেকে স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্র ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযোগ, গত ৩০ মে ওই ঘটনার পর কাউকে কিছু না বলার জন্য মেয়েটিকে চাপ দিতে থাকে ওই ছাত্র। হুমকি দেয়, জানাজানি হলে ওই ছাত্রী বিশ্বভারতীতে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না। নির্যাতিতার দাবি, ছাত্রের হুমকিতে তাঁর ধারণা হয় যে, এ বিষয়ে ভবনে অভিযোগ করলে অভিযুক্তের শাস্তি না হয়ে তাঁকেই হয়তো কোণঠাসা হতে হবে। তাই সে সময় তিনি অভিযোগ করেননি।

পর পর এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে এ দিন গৌর প্রাঙ্গণে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ। তাঁদের মধ্যে অনেকেই ভিন্ রাজ্যের। বৈঠকের পরে ওই ছাত্রছাত্রীরা বলেন, “উপাচার্যের সঙ্গে দেখা করে আমরা নিরাপত্তা চাইব। পরপর এমন ঘটনা চললে, আমাদের অনেককেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন