জেঠার কাজে এসে মৃত্যু ইঞ্জিনিয়ারের

জেঠার মৃত্যুর পরে ক্ষৌরকাজে যোগ দিতে আসার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক সিভিল ইঞ্জিনিয়ারের। শুক্রবার ভোর পৌনে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাঁইথিয়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে। পুলিশ জানিয়েছে, মৃত ইন্দ্রজিৎ ঠাকুরের (৪৬) বাড়ি সিউড়ির ডাঙালপাড়ায়। আলিপুরদুয়ারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ইন্দ্রজিৎ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০১:৩০
Share:

হাসপাতালের মর্গে ভিড়। (ইনসেটে) ইন্দ্রজিৎ ঠাকুর। নিজস্ব চিত্র।

জেঠার মৃত্যুর পরে ক্ষৌরকাজে যোগ দিতে আসার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক সিভিল ইঞ্জিনিয়ারের। শুক্রবার ভোর পৌনে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাঁইথিয়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে। পুলিশ জানিয়েছে, মৃত ইন্দ্রজিৎ ঠাকুরের (৪৬) বাড়ি সিউড়ির ডাঙালপাড়ায়। আলিপুরদুয়ারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ইন্দ্রজিৎ।

Advertisement

রেল পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেঠার ক্ষৌরকাজের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফিরছিলেন ইন্দ্রজিৎ। সাঁইথিয়া স্টেশনে নেমে বাসে সিউড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে পড়ে যান। তাতে দুটি পা-ই কাটা যায়। রেল পুলিশের অনুমান, ট্রেন থামার আগে কিংবা ছেড়ে দেওয়ার পরে তাড়াহুড়ো করে নামতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটেছে। সাঁইথিয়া জিআরপি-র ওসি অপু দাস জানান, খরব পাওয়া মাত্রই আহত ইন্দ্রজিৎকে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।

ওই খবর পৌঁছতেই সিউড়ির বাড়িতে শোকের ছায়া নেমেছে। সিউড়ি হাসপাতালের মর্গের সামনে মৃতের শ্যালক প্রণব গোস্বামী বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৭টা নাগাদ সাঁইথিয়া হাসপাতালে পৌঁছই। ততক্ষণে সব শেষ।’’ দুর্ঘটনার খবরে অসুস্থ হয়ে পড়েছেন ইন্দ্রজিৎবাবুর স্ত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন