জঙ্গলে ধর্ষণের অভিযোগ, ধৃত ৩

জঙ্গলে কাঠ কুড়োতে যাওয়া এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাঁকুড়ার জঙ্গলমহলে। সারেঙ্গা থানার নেকড়াপাহাড়ির জঙ্গলে বুধবার দুপুরের ঘটনা। সেই রাতেই ওই তরুণী সারেঙ্গা থানায় তিন যুবকের বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করার অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই দীপক মণ্ডল, কিশোর মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। তাদের বাড়ি সারেঙ্গার বামনিশোল গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সারেঙ্গা শেষ আপডেট: ২০ জুন ২০১৪ ০০:৩০
Share:

জঙ্গলে কাঠ কুড়োতে যাওয়া এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাঁকুড়ার জঙ্গলমহলে।

Advertisement

সারেঙ্গা থানার নেকড়াপাহাড়ির জঙ্গলে বুধবার দুপুরের ঘটনা। সেই রাতেই ওই তরুণী সারেঙ্গা থানায় তিন যুবকের বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করার অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই দীপক মণ্ডল, কিশোর মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। তাদের বাড়ি সারেঙ্গার বামনিশোল গ্রামে। বৃহস্পতিবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এ দিন বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন ওই তরুণী। খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহরায় বলেন, “ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে ধরা হয়েছে। তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তেইশের ওই তরুণীর বাড়ি সারেঙ্গার নেকড়াপাহাড়ির জঙ্গল লাগোয়া পশ্চিম মেদিনীপুরের লালগড় থানা এলাকায়। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, বুধবার দুপুর দু’টোর পরে নেকড়াপাহাড়ির জঙ্গলে তিনি কাঠ কুড়োতে গিয়েছিলেন। সেই সময় বামনিশোল গ্রামের দীপক মণ্ডল, কিশোর মণ্ডল ও প্রদীপ মণ্ডল জঙ্গলের রাস্তায় ঘোরাঘুরি করছিল। ওই তরুণীর দাবি, “হঠাৎ দীপক আমার কাছে এসে কুপ্রস্তাব দেয়। আমি প্রতিবাদ করি। এরপর দীপক আমাকে মাটিতে ফেলে দিয়ে ভোজালি দেখিয়ে শারীরিক অত্যাচার করে। পাশেই দাঁড়িয়ে ছিল কিশোর ও প্রদীপ।” তাঁর আরও অভিযোগ, ধর্ষণের কথা কাউকে জানালে তাঁকে ওরা খুন করবে বলে হুমকি দিয়েছিল।

Advertisement

তবে তরুণী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। সন্ধ্যায় তাঁকে সঙ্গে নিয়ে গ্রামের কয়েকজন সারেঙ্গা থানায় অভিযোগ জানাতে যান। পুলিশ সেই রাতেই সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর ডাক্তারি পরীক্ষা করায়। বৃহস্পতিবার খাতড়া মহকুমা হাসপাতালে পুনরায় তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হয়। এ দিন ধৃতদেরও ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্তদের পরিবারের তরফে অবশ্য বক্তব্য পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন