নানা দাবিতে বিক্ষোভ পুরুলিয়ায়

বছরের একশো দিনের কাজ প্রকল্প চালু, বকেয়া মজুরি প্রদান, জেলায় খরা ঘোষণা, কৃষকদের সার ও বীজ দেওয়া-সহ বিভিন্ন দাবিতে পুরুলিয়া ২ ব্লক অফিসের সামনে অবস্থান করল সিপিএম। দলের পুরুলিয়া ২ জোনাল কমিটির নেতৃত্বে সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টে অবধি অবস্থান করেন দলের নেতা-কর্মীরা। পরে দাবিগুলি নিয়ে বিডিও-কে স্মারকলিপি দেন। উপস্থিত ছিলেন সিপিএম নেতা অনাদি মাহাতো, পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক নিখিল মুখোপাধ্যায় প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৩
Share:

পুরুলিয়া ২ ব্লকে সিপিএম নেতাকর্মীদের অবস্থান বিক্ষোভ।—নিজস্ব চিত্র

বছরের একশো দিনের কাজ প্রকল্প চালু, বকেয়া মজুরি প্রদান, জেলায় খরা ঘোষণা, কৃষকদের সার ও বীজ দেওয়া-সহ বিভিন্ন দাবিতে পুরুলিয়া ২ ব্লক অফিসের সামনে অবস্থান করল সিপিএম। দলের পুরুলিয়া ২ জোনাল কমিটির নেতৃত্বে সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টে অবধি অবস্থান করেন দলের নেতা-কর্মীরা। পরে দাবিগুলি নিয়ে বিডিও-কে স্মারকলিপি দেন। উপস্থিত ছিলেন সিপিএম নেতা অনাদি মাহাতো, পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক নিখিল মুখোপাধ্যায় প্রমুখ। উপরের দাবিগুলি ছাড়াও দ্রুত বোঙাবাড়ি জল প্রকল্প চালু, ভাংড়া মোড় থেকে কেশরগড় অবধি পাকা রাস্তা নির্মাণ, পুরাতন মানবাজার রাস্তায় কংসাবতী নদীর উপর সেতুর নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবি তুলেছে সিপিএম। বিডিও (পুরুলিয়া ২) দেবদত্তা রায় বলেন, “স্মারকলিপি পেয়েছি। যে-সব দাবি আমাদের পক্ষে মেটানো সম্ভব, তা আমরা করব। বাকি দাবিগুলি জেলাস্তরে জানাব।” এ দিন সিপিএমের হুড়া জোনাল কমিটির পক্ষ থেকেও হুড়া ব্লক অফিসে অবস্থানে বসেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। বাসুদেববাবু বলেন, “জেলায় খরা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় কৃষকেরা যাতে বিকল্প চাষ করতে পারেন, সরকারকে তার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার ব্লকে ব্লকে কিষাণ মান্ডি এবং আইটিআই গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা দ্রুত রূপায়ণ করতে হবে।” পুরুলিয়ায় মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ার যে প্রতিশ্রুতি ছিল, তা-ও রূপায়ণের দাবি তুলেছে সিপিএম। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম দৈনিক ৩০০ টাকা মজুরি দেওয়া, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসে ন্যূনতম দশ হাজার টাকা মাইনে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement