মহকুমা এলাকায় শিশুদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার তৈরির সিদ্ধান্ত নিল প্রশাসন। সম্প্রতি মহকুমা প্রশাসনিক ভবনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক, রামপুরহাট হাসপাতাল সুপার-সহ ৮টি ব্লকের বিএমওএইচ, সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক এবং বিডিওদের নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য মহকুমায় একটি পুর্নবাসন কেন্দ্র গড়ে তোলা হবে।