পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জয়ের

বাবা প্রাক্তন পুলিশ কর্মী। তাই নিজেকে নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে গর্ব করতাম। বর্তমান পরিস্থিতিতে সেটা ভাবলে অস্বস্তি হয়। শুক্রবার ইলামবাজারে বিজেপির একটি জনসভায় যোগ দিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা তথা দলের রাজ্য কমিটি সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৫ ০০:৩৬
Share:

অন্য দল থেকে আসা কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে দলীয় পতাকা।—নিজস্ব চিত্র।

বাবা প্রাক্তন পুলিশ কর্মী। তাই নিজেকে নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে গর্ব করতাম। বর্তমান পরিস্থিতিতে সেটা ভাবলে অস্বস্তি হয়। শুক্রবার ইলামবাজারে বিজেপির একটি জনসভায় যোগ দিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা তথা দলের রাজ্য কমিটি সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পাড়ুই, মাখড়া-সহ জেলায় ঘটে না নানা রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপির দাবি, শাসকদল তৃণমূলের কথায় পুলিশ বেছে বেছে বিজেপির লোকেদের ধরছে। মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। অত্যাচার চালাচ্ছে। দলীয় কর্মী-সমর্থকদের মুখে এমন অভিযোগ শুনে জয় বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর পরামর্শ, “বর্তমানে পুলিশের একাংশ পক্ষপাতমূলক আচরণ করছে। মঞ্চের সামনেও অনেক পুলিশ কর্মী রয়েছেন। তাঁদের আমি বলব, তাঁরা নিরপেক্ষ ভূমিকা পালন করুন।”

Advertisement

এ দিন, শীর্ষা পঞ্চায়েত এলাকায় ওই সভা হয়। সেই সভায় যোগ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আই লাভ ইউ বলা থেকে শুরু করে গত লোকসভার প্রচারের নানা অভিজ্ঞতা তিনি তুলে ধরলেন কর্মী-সমর্থকদের সামনে। সারদা প্রসঙ্গ টেনে এনে তিনি বিরোধীদের আক্রমণ করেন। এর পরেই তিনি বলেন, “বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আহ্বান জানাছি, অসৎ সঙ্গ ছাড়তে বাংলার, বীরভূমের উন্নয়ন করতে। আমি জানি আপনি আসতে পারবেন না। দল আপনাকে খারাপ কাজে ব্যবহার করছে। মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। সেই সময় এ বার এসেছে।” দলের জেলা সভাপতি দুধকুমার মণ্ডল, রামকৃষ্ণ পাল, হৃদয় ঘোষ-সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন মঞ্চে। বিজেপির দাবি, এ দিন তৃণমূল-সহ বামফ্রন্ট থেকে এলাকার পাঁচশো কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement