বোরো থানার শুশুনিয়া গ্রামে সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে এবং রামকৃষ্ণ মঠ, বাগদার সহায়তায় বুধবার ‘ভ্যালু এডুকেশন অ্যান্ড পারসোনালিটি ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা হয়ে গেল। এ দিন পড়ুয়ারা ছাড়াও স্থানীয় স্কুলের শিক্ষকেরা হাজির ছিলেন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ বলেন, ‘‘এই ধরনের কর্মশালা স্কুল ও কলেজের পড়ুয়াদের চরিত্র ও মানসিক বল গঠনে সাহায্য করে।’’ অনুষ্ঠানে ছিলেন কেন্দা থানার পুনুড়া রামকৃষ্ণ আশ্রমের স্বামী ভাস্করানন্দ।