মারপিটে অভিযুক্ত দুই শিক্ষককেই অন্যত্র বদলি

স্কুলের মধ্যেই মারপিটে জড়িয়ে পড়ে সমালোচনার মুখে পড়েছিলেন। সিউড়ি প্রণবানন্দ আদর্শ পাঠমন্দিরের ওই দুই শিক্ষককেই বদলি করে দেওয়া হল। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০২:৪৯
Share:

স্কুলের মধ্যেই মারপিটে জড়িয়ে পড়ে সমালোচনার মুখে পড়েছিলেন। সিউড়ি প্রণবানন্দ আদর্শ পাঠমন্দিরের ওই দুই শিক্ষককেই বদলি করে দেওয়া হল। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ।

Advertisement

স্কুলের মিড-ডে মিলের গ্যাসের জন্য প্রয়োজনীয় টাকা তুলতে চেক সই করাকে কেন্দ্র করে পড়ুয়াদের সামনেই নিজেদের মধ্যে মারপিট ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক গোপীমোহন দাস এবং সহ-শিক্ষিকা রেখা সাহা। গত বুধবার সিউড়ির স্কুলের ওই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে পরের দিনই দুই শিক্ষিককেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদে ডেকে পাঠানো হয়। রাজাবাবু এ দিন বলেন, ‘‘ওই দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। তবে, সংসদে তাঁদের ডেকে পাঠানো হয়েছিল। স্কুলের মধ্যে তাঁরা কেন এমন একটি অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়লেন, তার ব্যাখ্যাও লিখিত ভাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।’’ সংসদ সভাপতির দাবি, দু’জনেই নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদ চাইলে যে কোনও স্কুলে তাঁদের বদলি করতে পারে বলে জানিয়েও দেন। তার পরেই দু’জনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাজাবাবু জানান।

গোপীমোহনবাবুকে সিউড়ি পূর্ব চক্রের একটি স্কুলে এবং রেখাদেবীকে সিউড়ি মূল চক্রের অপর একটি স্কুলে বদলি করা হয়েছে। প্রণবানন্দ আদর্শ পাঠমন্দিরে পঠনপাঠন যাতে ব্যাহত না হয়, তার জন্য সেখানে শীঘ্রই পরিবর্ত শিক্ষক দেওয়া হবে বলে সংসদ সভাপতি জানিয়েছেন। রেখাদেবী ফোন ধরেননি। গোপীনাথবাবু বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন