মেলা,অনুষ্ঠানে মাতল বাঁকুড়া

কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও বা মেলা। বাঁকুড়া জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দোল উৎসব। রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে দোল উৎসবে বৃহস্পতিবার আশ্রমের মন্দিরে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ভজন, কীর্তন, শ্রী চৈতন্যদেবের জীবনী পাঠ করা হয়। রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ বলেন, “প্রতি বছরই দোল উৎসবে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা। আশ্রমের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সহ আশ্রমের ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়জোড়া শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০১:২৯
Share:

কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও বা মেলা। বাঁকুড়া জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দোল উৎসব। রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে দোল উৎসবে বৃহস্পতিবার আশ্রমের মন্দিরে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ভজন, কীর্তন, শ্রী চৈতন্যদেবের জীবনী পাঠ করা হয়। রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ বলেন, “প্রতি বছরই দোল উৎসবে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা। আশ্রমের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সহ আশ্রমের ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Advertisement

বিকেলে বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙার বিবেকানন্দ মুক্ত মঞ্চে একটি অনুষ্ঠানের আয়জন করা হয়। যার পোশাকি নাম ‘ফাগুয়া’। যৌথ উদ্যোক্তা ‘আগামী সাংস্কৃতিক মঞ্চ’ ও ‘পুণ্যশ্লোক’। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন শতাধিক দর্শক। বৃহস্পতিবার থেকেই পাঁচদিন ব্যাপী লোকসংস্কৃতি মেলা শুরু হয়েছে বড়জোড়ার পাথুরিয়া মহাশ্মশানে। প্রতিদিনই বাউল, কবিগান, যাত্রানুষ্ঠান, পালাকীর্তন থাকছে। সেই সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা, আতসবাজি প্রদর্শনের মতো আরও কিছুর আয়োজন করা হয়েছে। পাথুরিয়া শ্মশান কমিটি পরিচালিত এই লোকসংস্কৃতি মেলা এ বছর ৩২তম বর্ষে পড়েছে। দোল উপলক্ষে পাঁচ দিনব্যাপী মেলা শুরু হয়েছে ছাতনার আড়রায়। এলাকার শতাব্দী প্রাচীন রাধাকৃষ্ণ জিউ মন্দিরকে ঘিরে বসেছে এই মেলা। প্রতিদিনই দোলেরগান, যাত্রানুষ্ঠানের মতো নানা বিনোদনের আয়োজন করা হয়েছে মন্দির সংলগ্ন দোল মঞ্চে। বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পাঞ্চলেও একই ভাবে তিনদিনের গ্রামীন মেলা শুরু হয়েছে দোল যাত্রা উপলক্ষে। যাত্রানুষ্ঠানের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে মেলায়।

মেলা কমিটির পক্ষে অজয় রায় বলেন, “প্রাচীন এই মেলা মল্লরাজাদের আমল থেকেই চলে আসছে।” মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সিমলাপালের ভেলাইডিহা রাজবাড়িতেও দোল উপলক্ষে শুরু হয়েছে তিনদিনের গ্রামীন মেলা। এই মেলার মূল আকর্ষণ যাত্রানুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতা থেকেও যাত্রাদল আসার কথা। দোল উপলক্ষে ওন্দার গোগড়ায় শুক্রবার থেকে শুরু হয়েছে সাতদিন ব্যাপী মেলা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন