শিশু দিবস উপলক্ষে শনিবার দুই জেলায় অনুষ্ঠিত হল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। বলরামপুর চিল্ড্রেন আর্ট কম্পিটিশন কমিটি স্থানীয় মোদি ধর্মশালায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। চারশো প্রতিযোগী ছিল। অন্যদিকে, পুরুলিয়া শহরের নডিহাতেও শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগীতা ও প্রদর্শনীর আয়োজন হয়। বেশ কিছু অনুষ্ঠান হয় বাঁকুড়ার সিমলাপালেও।