প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৬তম জন্মদিনে বোলপুরে উদযাপিত হল শিশু দিবস। শনিবার জেলা আইএনটিইউসি ও কবিগুরু শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড এলাকায় নানা কর্মসূচি পালিত হয়। আয়োজকদের পক্ষে ফারুক আহমেদ জানান, ফি বছরের মতো এ বার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য দিকে, রামপুরহাট হাসপাতালে ভর্তি থাকা শিশুদের নিয়ে শিশু দিবসের অনুষ্ঠান পালন করলেন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞেরা। ছিলেন সুপার সুবোধকুমার মণ্ডল। শিশুদিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পরে শিশুদের মধ্যে বিভিন্ন উপহার বিলি করা হয়।