স্বাস্থ্যপরীক্ষা শিবির হল বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে। সম্প্রতি স্থানীয় শময়িতা মঠ হাসপাতালের সহায়তায় এই শিবিরের আয়োজন করেছিল দেবজিৎ সুভাষ সঙ্ঘ। আয়োজক ক্লাবের সম্পাদক সুমন্ত বন্দ্যোপাধ্যায় জানান, বাঁকুড়া মেডিক্যাল কলেজের ৩জন চিকিৎসক শিবিরে উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার ১৩০ জন বাসিন্দার স্বাস্থ্যপরীক্ষা করেন। সুমন্তবাবু জানান, এ দিনের শিবিরে চক্ষু পরীক্ষা এবং দুঃস্থদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।