অভেদানন্দ মহাবিদ্যালয়ের উদ্যোগে ও সাঁইথিয়া পুরসভার আংশিক আর্থিক সহায়তায় কলেজের সুবর্ণজয়ন্তী বর্ষ পূর্তি উৎসব ও পুর্নমিলন উৎসব উপলক্ষে কলেজকে নতুন করে রং করানোর কাজ শুরু হল। পুর্নমিলন উৎসব কমিটির যুগ্ম সম্পাদক বিজয়কুমার দাস ও দেবিশিষ সাহা বলেন, ‘‘এই কাজের জন্য আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকা খরচ করা হবে। যার মধ্যে লক্ষ টাকা মতো আর্থিক সহায়তা পুরসভার কাছ থেকে পাওয়া গিয়েছে। সুবর্ণজয়ন্তী বর্ষ পূর্তির দিন এ বছরের আঠাশে নভেম্বর ফাইবারের তৈরি স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তি কলেজে বসানো হবে।’’